Logo
Logo
×

আন্তর্জাতিক

দুই বছরেই দ্বিগুণ গৃহহীন ব্রিটেনে বাড়ছে শরণার্থী সংকট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ এএম

দুই বছরেই দ্বিগুণ গৃহহীন ব্রিটেনে বাড়ছে শরণার্থী সংকট

যুক্তরাজ্যে গত দুই বছরে গৃহহীন ও আশ্রয়হীন শরণার্থীর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। ন্যাককম নামের একটি চ্যারিটি নেটওয়ার্ক জানিয়েছে সরকারি নীতির পরিবর্তন ও ই-ভিসা জটিলতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। থাকার জায়গা না পেয়ে হাজারো মানুষ এখন রাস্তায় ঘুমাচ্ছেন এবং অনেকে উগ্রপন্থীদের হামলার শিকার হচ্ছেন।

যুক্তরাজ্যের ন্যাককম নামের চ্যারিটি সংস্থাটি জানিয়েছে, ২০২৪-২৫ সালে তারা রেকর্ড ৪ হাজার ৪৩৪ জন শরণার্থী ও অভিবাসীকে আশ্রয় দিয়েছে। তবে জায়গার অভাবে আরও প্রায় ৩ হাজার ৪৫০ জনকে তারা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮ জন ছিলেন শরণার্থী, যা আগের বছরের তুলনায় ১০৬ শতাংশ বেশি।

সংস্থার পরিচালক ব্রিজেট ইয়াং বলেছেন, তাদের জরিপে এই সংকটের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে যার কোনো শেষ দেখা যাচ্ছে না। সরকারের একের পর এক কঠোর নীতি পরিবর্তন মানুষের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন করে দিচ্ছে। এর ফলে মানুষ আরও বেশি করে নিঃস্ব হয়ে পড়ছে এবং আবাসন সংকটে ভুগছে।

অক্সফোর্ডশায়ারের একটি চ্যারিটি জানিয়েছে, মাত্র এক মাসে তাদের কাছে ৪৮ জন নতুন শরণার্থী আশ্রয়ের জন্য এসেছিলেন। সরকারি আশ্রয়কেন্দ্র থেকে উচ্ছেদ হওয়ার পর তাদের রাস্তায় ঘুমানো ছাড়া উপায় ছিল না। খোলা আকাশের নিচে ঘুমানোর সময় কেউ কেউ আবার হামলার শিকার হয়েছেন এবং তাদের জিনিসপত্রও নষ্ট করে দেওয়া হয়েছে।

এদিকে হোম অফিস গত ডিসেম্বরে নতুন শরণার্থীদের বাসা খোঁজার সময় ২৮ দিন থেকে বাড়িয়ে ৫৬ দিন করেছিল, কিন্তু সেপ্টেম্বরে তা আবার কমিয়ে আনা হয়েছে। তবে হোম অফিসের একজন মুখপাত্র জানিয়েছেন, পরিবার ও অসহায় ব্যক্তিদের জন্য বছরের শেষ পর্যন্ত ৫৬ দিনের নিয়মটি চালু থাকবে এবং তারা বিষয়টি নিয়ে কাজ করছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার