Logo
Logo
×

আন্তর্জাতিক

ব্রিটেনের ডিটেনশন সেন্টারে সাত গুণ বাড়ল অস্থিরতা ও বিশৃঙ্খলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ এএম

ব্রিটেনের ডিটেনশন সেন্টারে সাত গুণ বাড়ল অস্থিরতা ও বিশৃঙ্খলা

যুক্তরাজ্যের গ্যাটউিক ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে অস্থিরতা ও বিশৃঙ্খলা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। গত এক বছরে সেখানে গুরুতর ঘটনার সংখ্যা সাত গুণ বৃদ্ধি পেয়েছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে বিশেষ বাহিনীকেও ডাকতে হয়েছে একাধিকবার। নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধেও বন্দীদের ওপর আ*ঘাত ও খারাপ আচরণের অভিযোগ তদন্ত করা হচ্ছে।

ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে গ্যাটউিক ইমিগ্রেশন সেন্টারে ২৮টি গুরুতর ঘটনা ঘটেছে, যা আগের বছর ছিল মাত্র ৪টি। এর মধ্যে বড় ধরনের বিক্ষোভ এবং বন্দীদের আ*ত্মহ*ত্যা প্রতিরোধক জালের ওপর লাফিয়ে পড়ার মতো ঘটনাও রয়েছে। বিশৃঙ্খলা সামাল দিতে ন্যাশনাল ট্যাকটিক্যাল রেসপন্স গ্রুপকে ১২ বার সেখানে তলব করা হয়েছিল।

সেন্টারের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা সারকোর ২২ জন কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অসদাচরণের তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে বন্দীদের সাথে খারাপ ব্যবহার ও বলপ্রয়োগের অভিযোগ উঠেছে। হোম অফিসের বিশেষ ইউনিট এসব অভিযোগ খতিয়ে দেখছে, যদিও সারকো দাবি করেছে অনেক অভিযোগের সঠিক প্রমাণ পাওয়া যায়নি।

সাধারণ নির্বাচনের আগে রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনার সময় অনেক আশ্রয়প্রার্থীকে এখানে আনা হয়েছিল, যারা ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত। নিয়ম অনুযায়ী স্বল্প সময়ের জন্য আটকে রাখার কথা থাকলেও, একজনকে ৭০৮ দিন এবং আরেকজনকে ৪০০ দিনের বেশি সময় ধরে আটকে রাখা হয়েছিল। মানসিক সমস্যার কারণে অনেককে শেষ পর্যন্ত মুক্তি দিতে হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার মানুষকে কোনো কারণ ছাড়াই আটকে রাখা হচ্ছে যা হতাশাজনক এবং সেখানে বন্দীদের প্রতি নিষ্ঠুর আচরণের প্রমাণ মিলেছে। তবে সারকোর একজন মুখপাত্র দাবি করেছেন, তাদের কর্মীরা পেশাদারিত্বের সাথে কাজ করছেন এবং প্রতিবেদনের অনেক তথ্য পুরনো। অন্যদিকে হোম অফিস জানিয়েছে, বলপ্রয়োগের ঘটনাগুলো তারা নিয়মিত পর্যালোচনা করে থাকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার