বিয়ের মঞ্চেই মদ খেয়ে ‘মাতাল’ নববধূ, যেকাণ্ড ঘটালেন বর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০২ এএম
বিয়ের মৌসুমে নানা ধরনের অদ্ভুত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আত্মীয়দের হঠাৎ কোনো কাণ্ড যেমন সবাইকে হাসায়, তেমনি কখনো কখনো বিতর্কও তৈরি হয়। সম্প্রতি এমনই একটি বিয়েবাড়ির ভিডিও নেটদুনিয়ায় ব্যাপক আলোড়ন ফেলেছে, যেখানে বর–বধূকে প্রকাশ্যে শ্যাম্পেন পান করতে দেখা গেছে।
ভিডিওটি ইনস্টাগ্রামের ‘DramebaazChhori’ নামের একটি হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। তবে ভিডিওটির সত্যতা, স্থান বা সময়—এসব কিছুই নিশ্চিতভাবে জানা যায়নি।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বৌভাতের উপলক্ষে সাজানো বড় মঞ্চে দাঁড়িয়ে আছেন নবদম্পতি। চারপাশে আত্মীয়–স্বজন ও পরিবারের সদস্যরা। এমন সময় বরের হাত থেকে শ্যাম্পেনের বোতল কাড়িয়ে নেন কনে এবং সবার সামনে বেশ খানিকটা পান করেন। এতে বিব্রত হয়ে বরও পরে কিছুটা শ্যাম্পেন পান করেন। তাদের এই আচরণে মঞ্চজুড়ে হৈচৈ পড়ে যায় এবং অনেকে হাসতেও থাকেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদল সমালোচনা করে লিখেছেন, বিয়ের মতো অনুষ্ঠানে এভাবে প্রকাশ্যে মদ্যপান করা অনুচিত। অন্যদিকে অনেকেই মনে করছেন, **নিজেদের দিন নিজেদের মতো উদ্যাপন করতেই চেয়েছেন নবদম্পতি, তাতে দোষের কিছু নেই। একজন মন্তব্য করেন— এ তো দেখি পুরো মাতাল পাত্র–পাত্রী!