পৃথিবীর বুকে ১০ কিলোমিটার দীর্ঘ বিস্ময়কর ফাটল, যা জানা গেলো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম
উত্তর চীনের শানসি প্রদেশের শিছি গ্রামে এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা দেখা গেছে। ফসলের মাঠের মধ্য দিয়ে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ একটি ফাটল তৈরি হয়েছে। এটি যে সময় থেকে গঠন হচ্ছে তা নির্ধারণ করা সম্ভব নয়, তবে ভূতত্ত্ববিদরা মনে করছেন, এমন বিশাল ফাটল বা গ্রাবেন কাঠামো লক্ষ লক্ষ বছর ধরে ধীরে ধীরে গঠিত হয়।
বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা গেছে, এই বিশাল ফাটল যেন পৃথিবীর পৃষ্ঠে তৈরি হওয়া একটি গভীর ক্ষতের মতো।
ভূতত্ত্বের ভাষায় এ ধরনের গঠনকে গ্রাবেন (Graben) বলা হয়। এটি হলো পৃথিবীর ভূত্বকের একটি বৃহৎ ব্লক, যা টেকটোনিক প্রসারণের কারণে দুটি সমান্তরাল চ্যুতির মাঝখানে নেমে গেছে। দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়ার কারণে হয়েছে স্বতন্ত্র উপত্যকা এবং ফাটলের চিত্র।
বিশেষজ্ঞরা বলছেন, এমন ফাটল বা গ্রাবেন কাঠামোতে ভূমিকম্পের ঝুঁকি থাকতে পারে, যদিও এই নির্দিষ্ট ফাটলটি এখনও কোনো বড় প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করেনি।
এই ঘটনা ভূতাত্ত্বিক ও ভৌগোলিক গবেষণার জন্য উপযুক্ত ক্ষেত্র হিসেবে বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।