Logo
Logo
×

আন্তর্জাতিক

হাসিনা-পুতিনের ভিডিও, দিল্লিতে সাক্ষাত বলে ভাইরাল : আসলে কি?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম

হাসিনা-পুতিনের ভিডিও, দিল্লিতে সাক্ষাত বলে ভাইরাল : আসলে কি?

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সাক্ষাতের একটি পুরনো ভিডিও দিল্লিতে তাদের সাম্প্রতিক সাক্ষাৎ (meet) বলে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

ফ্যাক্টচেক সংস্থা বুমের পর্যালোচনায় দেখা গেছে, ভাইরাল ভিডিওটি ২০১৩ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরের সময় সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের। ১ ডিসেম্বর, ২০২৫-এ দুদিনের জন্য ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনের ভারত সফরের প্রেক্ষিতে হাসিনার সঙ্গে সাক্ষাতের ভিডিওটি সাম্প্রতিক হিসাবে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। 

দাবি ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "দিল্লিতে শেখ হাসিনা ও পুতিন বৈঠক মিশন কমপ্লিট আলহামদুলিল্লাহ।" অনুসন্ধানে আমরা কী পেলাম 

১. ভিডিওটি রাশিয়ায় ২০১৩ সালে তোলা: বুম ভাইরাল দাবিটি যাচাই করতে গুগলে দিল্লিতে শেখ হাসিনা ও পুতিনের সাক্ষাৎ সম্পর্কে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে। তবে, সার্চের মাধ্যমে আমরা কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাইনি যা ভাইরাল দাবিটি সমর্থন করে। এরপর, আমরা হাসিনা ও পুতিনের মুখোমুখি সাক্ষাৎ সম্পর্কে কিওয়ার্ড সার্চ করলে অ্যাসোসিয়েটেড প্রেস আর্কাইভের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ভিডিও দেখতে পাই। ভিডিওটির নীচে দেওয়া বর্ণনা থেকে জানা যায়, সেটি ২০১৩ সালের ১৫ জানুয়ারি রুশ রাজধানী মস্কোর ক্রেমলিনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের। 

২. বৈঠক সংক্রান্ত প্রতিবেদন: আমরা হাসিনার রাশিয়া সফর সংক্রান্ত কিওয়ার্ড সার্চের মাধ্যমে ২০১৩ সালের জানুয়ারি মাসে প্রকাশিত একাধিক সংবাদ প্রতিবেদনও পাই। প্রতিবেদন থেকে জানা যায়, ১৪ জানুয়ারি, ২০১৩-এ শেখ হাসিনা তিন দিনের জন্য রাশিয়া সফরে গিয়ে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দেখুন এখানে ও এখানে। এছাড়াও, আমরা প্রেসিডেন্ট অফ রাশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটেও পুতিন ও হাসিনার বৈঠকে দুই দেশের প্রধানের বক্তব্যের প্রতিলিপি ও প্রেস বিবৃতি দেখতে পাই। দেখুন এখানে ও এখানে। স্টক ছবির ওয়েবসাইট গেটি ইমেজেসেও ক্রেমলিনে হাসিনা-পুতিন বৈঠকের একাধিক ছবি পাই যা ভাইরাল ভিডিওর প্রেক্ষাপটের সঙ্গে মেলে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার