Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ছে, তালিকায় আরও ৩০ দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ছে, তালিকায় আরও ৩০ দেশ

যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আরও বহু দেশ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম।

ফক্স নিউজের ‘দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল’ শোতে নোমকে জানতে চাওয়া হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত দেশের সংখ্যা ৩২-এ উন্নীত করতে যাচ্ছে কি না। জবাবে তিনি বলেন, ‘আমি সুনির্দিষ্ট সংখ্যা বলছি না, তবে এটি ৩০-এর বেশি। প্রেসিডেন্ট এখনও দেশগুলোর বিষয়ে মূল্যায়ন করছেন।’

গত জুনে ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এছাড়া আরও ৭টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ বিধিনিষেধ কার্যকর করা হয়। প্রথম ১২টি দেশের মধ্যে ছিল আফগানিস্তান, চাদ, ইরিত্রিয়া, মিয়ানমার, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। ট্রাম্প দাবি করেছিলেন, এই ব্যবস্থা ‘বিদেশি সন্ত্রাসী’ এবং অন্যান্য নিরাপত্তা হুমকি ঠেকাতেই নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় অভিবাসী, পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরাও পড়েছেন।

নতুন কোন দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে সে বিষয়ে নোম স্পষ্ট করে কিছু জানাননি। তিনি বলেন, ‘যদি কোনো দেশের সরকার স্থিতিশীল না থাকে, যদি তারা নিজেদের নাগরিকদের পরিচয় নিশ্চিত করতে না পারে বা যাচাই করতে সাহায্য না করে, তাহলে কেন আমরা সেই দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেব?’

এর আগে রয়টার্স জানিয়েছিল, স্টেট ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ নথির ভিত্তিতে ট্রাম্প প্রশাসন আরও ৩৬টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে। এই তালিকায় আরও দেশ যুক্ত হলে তা হবে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্য হত্যার পর প্রশাসনের সাম্প্রতিক অভিবাসন পদক্ষেপের বড় ধরনের সম্প্রসারণ। তদন্তকারীরা বলছেন, ওই হামলাটি চালানো হয়েছে একজন আফগান নাগরিকের দ্বারা, যিনি ২০২১ সালে পুনর্বাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। প্রশাসনের কর্মকর্তারা দাবি করেন, ওই কর্মসূচিতে যথাযথ যাচাই-বাছাই হয়নি।

হামলার কয়েক দিনের মধ্যেই ট্রাম্প ঘোষণা দেন, তিনি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করবেন। যদিও তিনি কোনো দেশ নাম উল্লেখ করেননি বা ‘তৃতীয় বিশ্বের দেশ’ বলতে কাদের বোঝানো হচ্ছে, তা স্পষ্ট করেননি।

এর আগে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকা বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের জমা দেয়া অভিবাসন আবেদন স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার