২০২৬ সালে ভূমিকম্প নিয়ে বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিধ্বংসী ভূমিকম্পের স্মৃতি যখন মানুষের মনে এখনো দগদগে, ঠিক তখনই ভবিষ্যতের ভয়াবহতা নিয়ে নতুন করে শঙ্কা জাগাচ্ছে এক ভবিষ্যদ্বাণী। রহস্যময় বুলগেরিয়ান ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার অনুসারীরা দাবি করছেন, ২০২৬ সালে পৃথিবীজুড়ে নেমে আসতে পারে এক ‘মেগা-ভূমিকম্প’, যা এক চরম প্রাকৃতিক বিপর্যয়ের সূচনা করবে।
‘বলকানের নস্ট্রাডামুস’ নামে পরিচিত দৃষ্টিহীন এই মহিলা তার জীবদ্দশায় আমেরিকা যুক্তরাষ্ট্রের ৯/১১-এর হামলা, চেরনোবিল বিপর্যয়, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং ব্রেক্সিটের মতো একাধিক ঘটনার নির্ভুল পূর্বাভাস দিয়েছিলেন বলে দাবি করা হয়। তার এই ভবিষ্যদ্বাণীগুলো জনপ্রিয় সংস্কৃতিতে প্রবল আলোড়ন সৃষ্টি করে।
যদিও বাবা ভাঙ্গার ৫০৭৯ সাল পর্যন্ত করা কোনো ভবিষ্যদ্বাণীর নির্ভরযোগ্য লিখিত দলিল নেই, তবুও তার ভক্ত ও মিডিয়া সূত্রগুলো ২০২৬ সাল নিয়ে বেশ কিছু ভয় ধরানো পূর্বাভাস তুলে ধরেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ভূমিকম্পের পূর্বাভাস।
বাবা ভাঙ্গার কথিত ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সালে পৃথিবী জুড়ে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। এর মধ্যে থাকতে পারে মেগা-ভূমিকম্প এবং বিশাল আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত। কিছু ব্যাখ্যা অনুসারে, এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পৃথিবীর স্থলভাগের প্রায় সাত থেকে আট শতাংশ এলাকা প্রভাবিত হতে পারে। এটি বন্যা, খরা এবং তীব্র আবহাওয়ার সংমিশ্রণে পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলবে।
বলা হয়, বাবা ভাঙ্গা একবার বজ্রপাতের কবলে পড়ে তার দৃষ্টিশক্তি হারানোর পর প্রকৃতি তাকে ভবিষ্যতের ঘটনা দেখতে পাওয়ার ক্ষমতা দান করেছিল। তার ভবিষ্যদ্বাণীগুলো যেমন ভয় জাগানো, তেমনই তা উত্তেজনায় ভরা।
তবে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেন যে, এই ভবিষ্যদ্বাণীগুলো কেবলই জল্পনা এবং এগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। মানুষ হিসেবে আমাদের উচিত বিজ্ঞানভিত্তিক পূর্বাভাস ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিতে মনোযোগ দেওয়া।