স্ত্রী কাজে গেলেই মেয়ের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হতেন বাবা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
স্ত্রী কাজে বাইরে গেলে নাবালিকা সৎকন্যাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সৎ বাবা।
ডিএনএ পরীক্ষায় অপরাধ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার (২ ডিসেম্বর) বালুরঘাটের বিশেষ পকসো আদালত তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছেন। পাশাপাশি নির্যাতিতার ভবিষ্যতের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারক শরণ্যা সেনপ্রসাদ এই রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, দোষী ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা না দিলে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া আদালত নির্দেশ দিয়েছে, নির্যাতিতার শিক্ষা ও ভবিষ্যৎ সুরক্ষায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ (ডিএলএসএ) তাকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করবে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুন নির্যাতিতার মা বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ১৭ জুন পেটে ব্যথা নিয়ে মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান—কিশোরীটি চার মাসের অন্তঃসত্ত্বা ছিল, যদিও বয়স কম হওয়ায় ভ্রূণটি গর্ভেই নষ্ট হয়েছে। এরপর মেয়ের কাছ থেকেই জানা যায়, সৎ বাবা নিয়মিত তাকে ধর্ষণ করে আসছিলেন।
পুলিশ তদন্তে ভ্রূণের ডিএনএ পরীক্ষা করায় এবং তাতে নিশ্চিত হওয়া যায়—অভিযুক্ত সৎ বাবা-ই ঘটনার মূল অপরাধী। স্ত্রী বাইরে থাকলেই তিনি নানা অজুহাতে নাবালিকাকে ঘরে ডেকে নিয়ে যৌন নির্যাতন করতেন।
দীর্ঘ শুনানির পর অবশেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর শাস্তির নির্দেশ দেয়।