Logo
Logo
×

আন্তর্জাতিক

মোদির চা বিক্রির এআই ভিডিও নিয়ে ভারতে তোলপাড়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম

মোদির চা বিক্রির এআই ভিডিও নিয়ে ভারতে তোলপাড়

রেড কার্পেট ইভেন্টে হাতে কেটলি আর চায়ের গ্লাস নিয়ে হাঁটছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর জোর গলায় হাঁকছেন, ‘চায়ে বোলো’! এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এমনই এক ভিডিও নিয়ে ভারতে সৃষ্টি হয়েছে তোলপাড়। মূলত দেশটির বিরোধী দল কংগ্রেসের নেত্রী রাগিনী নায়ক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এই ভিডিওটি শেয়ার করেন। এরপরই প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। তাদের দাবি, এমন ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী মোদিকে অবমাননা করেছে কংগ্রেস শিবির।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গতকাল গভীর রাতে কংগ্রেসের সিনিয়র নেতা রাগিনী নায়ক একটি এআই-জেনারেটেড ভিডিও প্রকাশ করেন। ক্যাপশনে লেখা, ‘এটা আবার কে করল?’ ওই ভিডিওটিতে স্যুট-বুট পরিহিত ভারতীয় প্রধানমন্ত্রীকে রেড কার্পেট ইভেন্টে একটি কেটলি ও গ্লাস হাতে নিয়ে হাঁটতে দেখা যায়। তার পেছনে থাকা নানা দেশের পতাকার মধ্যে ভারতের পতাকাও দেখা যাচ্ছে। যেন কোনও আন্তর্জাতিক ইভেন্টে চা পরিবেশন করছেন মোদি। তাকে বলতে শোনা যাচ্ছে, ‘চায়ে বোলো, চায়ে।’

ভারতের প্রধানমন্ত্রী মোদি অবশ্য আগে স্বীকার করেছিলেন যে তার বাবা গুজরাটের ওয়াদনগর স্টেশনে চায়ের দোকান চালাতেন এবং ছোটবেলায় তিনি সেখানেই বাবাকে সহায়তা করতেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতা মণীশঙ্কর আইয়ার মোদির এই অতীত নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, তিনি কখনো দেশের সর্বোচ্চ পদে পৌঁছাতে পারবেন না। যদিও পরে মোদি বিপুল ভোটে ক্ষমতায় আসেন এবং বর্তমানে তিনি তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

আইয়ারের সেই মন্তব্যের এক দশক পর রাগিনী নায়কের এই নতুন ‘চা’–সম্পর্কিত এআই ভিডিও বিজেপির ভেতরে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। দলটির জ্যেষ্ঠ নেতা সি আর কেশবন বলেন, নায়কের এই ভিডিও পোস্ট ‘কংগ্রেস নেতৃত্বের নীচ মানসিকতা প্রকাশ করে’। তার ভাষায়, ‘এই জঘন্য পোস্ট ১৪০ কোটি পরিশ্রমী ভারতীয় নাগরিকের মর্যাদাকে অপমান করা হয়েছে এবং এটি ওবিসি সম্প্রদায়ের ওপর সরাসরি আক্রমণ।’

তিনি আরও বলেন, ‘ভারতের মানুষ পরিশ্রম ও যোগ্যতার ভিত্তিতে উঠে আসা নরেন্দ্র মোদিকে বারবার সমর্থন দিয়ে যাচ্ছেন, এটাই কংগ্রেস এবং রাহুল গান্ধীর সহ্য হয় না। বারবার জনসমর্থনে প্রত্যাখ্যাত রাহুল গান্ধীর অহংকার ও জন্মগত সুবিধার তুলনায় মোদি সম্পূর্ণ ভিন্ন চরিত্রের। কংগ্রেস বহুবার প্রধানমন্ত্রী মোদিকে এবং এমনকি তার প্রয়াত মাকেও অপমান করেছে। দেশের মানুষ এবার কংগ্রেসকে উপযুক্ত জবাব দেবে।’

বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, ‘নামদার কংগ্রেস কোনোভাবেই বরদাস্ত করতে পারে না যে একজন দরিদ্র পরিবার থেকে উঠে আসা ওবিসি সম্প্রদায়ের ‘কামদার’ প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন। আগেও তার চাইওয়ালা পরিচয় নিয়ে কটাক্ষ করা হয়েছে। তাকে ১৫০ বার অপমান করা হয়েছে। তার মাকে বিহারে গালিগালাজ করা হয়েছে। মানুষ এগুলোর কোনোটা ভুলবে না।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার