Logo
Logo
×

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় খোলা স্থানে ভারতীয় নাগরিকের মলত্যাগ, ভিডিও ভাইরাল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

অস্ট্রেলিয়ায় খোলা স্থানে ভারতীয় নাগরিকের মলত্যাগ, ভিডিও ভাইরাল

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের প্যারা হিলস এলাকায় খোলা জায়গায় একজন ভারতীয় নাগরিকের মলত্যাগের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি স্থানীয় এক বাসিন্দা ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ওই বাসিন্দা গিয়ে একজনকে ঝোপের ধারে বসে থাকতে দেখে প্রশ্ন করেন তিনি কী করছেন। তখন ব্যক্তিটি দ্রুত প্যান্ট তুলে জানাতে চেষ্টা করেন যে তিনি শুধুই প্রস্রাব করছিলেন।

তবে ভিডিও ধারণকারী স্থানীয় বাসিন্দার দাবি—উক্ত ব্যক্তি মলত্যাগ করছিলেন বলেই মনে হয়েছে। উত্তেজিত হয়ে তিনি ব্যক্তিটিকে তিরস্কারও করেন এবং মাটির কিছু অংশ তার দিকে নিক্ষেপ করেন। পরে ভিডিওটি পোস্ট করে লেখেন, “এটাই কি এখন স্বাভাবিক আচরণ?”

ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

কেউ বিরক্তি ও অসন্তোষ প্রকাশ করলেও অনেকেই সমালোচনার নামে ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়ায় জনসমক্ষে প্রস্রাব বা মলত্যাগ বেশিরভাগ রাজ্যে আইনত দণ্ডনীয়। দক্ষিণ অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, নির্ধারিত স্থানের বাইরে এমন কাজ করলে প্রায় ২৫০ ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার