Logo
Logo
×

আন্তর্জাতিক

হোয়াইট হাউজের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০১:৫২ পিএম

হোয়াইট হাউজের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ডের এক সদস্য মারা গেছেন।  

মারা যাওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তিনি পশ্চিম ভার্জিনিয়ার বাসিন্দা ২০ বছর বয়সি সারা বেকস্ট্রম।    

এদিকে, আরেক গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্য অ্যান্ড্রিউ ওলফের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ট্রাম্প।        

বুধবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের খুব কাছেই ন্যাশনাল গার্ড সেনাদের লক্ষ্য করে হামলা চালায় এক বন্দুকধারী। গুলিবিদ্ধ হন ঐ দুই সেনা।   

আরও পড়ুন
এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছে ২৯ বছর বয়সি এক আফগান নাগরিককে। 

এরপরেই রাজধানীর নিরাপত্তায় ন্যাশনাল গার্ডের আরও ৫০০ সেনা মোতায়েনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।  

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার