Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরের তাহিতি দ্বীপে ‘ভয়াবহ ভূমিধস’, নিহত ৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০১:৪২ পিএম

প্রশান্ত মহাসাগরের তাহিতি দ্বীপে ‘ভয়াবহ ভূমিধস’, নিহত ৭

ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাহিতিতে ভূমিধসের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ভোরের এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, এক সপ্তাহের টানা ভারি বর্ষণের পর বুধবার ভোরে (ফ্রান্সে রাতের দিকে) পূর্বাঞ্চলীয় গ্রাম তাহিতিতে এ দুর্ঘটনা ঘটে।

শোক প্রকাশ করে এক বিবৃতিতে দেশটির সরকার এ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জানা গেছে, ভূমিধসে অনেক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এখনও নিখোঁজ অনেকে। তাদের খোঁজে এরইমধ্যে শুরু হয়েছে তল্লাশি। তবে দ্বিতীয় দফায় আবারও ভূমিধস হওয়ায় কয়েকঘণ্টার জন্য বন্ধ ছিল তল্লাশি অভিযান।

উল্লেখ্য, মূল ভূখণ্ডে না হলেও, তাহিতি দ্বীপের মালিকানা ফ্রান্সের।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার