Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার স্বর্ণের দামে বড় ধরনের পতন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

এবার স্বর্ণের দামে বড় ধরনের পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। টানা দুই সপ্তাহের সর্বোচ্চ দামের পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করেছেন এবং মার্কিন ফেডারেল রিজার্ভের আগামীর নীতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় স্বর্ণবাজার চাপের মুখে পড়েছে। এতে করে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ০.৫ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪৫.০৮ ডলারে নেমেছে। একইভাবে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম ০.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১৪০.৮০ ডলারে।

গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, বুধবারের উত্থানের পর অনেক বিনিয়োগকারী মুনাফা তুলছেন। ফেডের নীতি–সংক্রান্ত অনিশ্চয়তার কারণে স্বর্ণ এখন একটি সমন্বয় পর্যায়ে রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সুদের হার কমানোর সময় ও মাত্রা নিয়ে ফেডের অভ্যন্তরীণ ভিন্নমতের কারণে বিনিয়োগকারীরা নীতিগত অনিশ্চয়তা থেকে বাঁচতে সুইপশন ও ওভারনাইট রেট–নির্ভর ডেরিভেটিভসের দিকে ঝুঁকছেন।

এদিকে নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস এবং গভর্নর ক্রিস্টোফার ওয়ালারসহ কয়েকজন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, শ্রমবাজার দুর্বল হওয়ায় ডিসেম্বরেই সুদ কমানো যুক্তিসংগত হতে পারে, যা ট্রেজারি ইল্ডকে নিচের দিকে ঠেলে দিচ্ছে।

রয়টার্স জানায়, বাজারে রূপার দাম ০.৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২.৮৯ ডলার। প্লাটিনামের দাম বেড়ে ১.৪ শতাংশে দাঁড়িয়েছে ১ হাজার ৬১১.০৪ ডলার, আর প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ কমে নেমেছে ১ হাজার ৪০৯.৮৭ ডলারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার