বাইডেন আমলের শরণার্থীদের গ্রিনকার্ড প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৫:৩২ এএম
বাইডেন প্রশাসনের সময় আমেরিকায় ঢোকা শরণার্থীদের নথিগুলো নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে এমন কোনো কারণ খুঁজে বের করা, যা দেখিয়ে তাদের আমেরিকা থেকে বিতাড়ন করা যায়।
অভ্যন্তরীণ ফেডারেল সরকারের নথির বরাতে এই তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) ডিরেক্টর জোসেফ এডলো স্বাক্ষরিত ২১ নভেম্বরের ওই মেমোতে কর্মকর্তাদের জানানো হয়েছে- ‘২০ জানুয়ারি ২০২১ থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৫’ এই চার বছরের মধ্যে যেসব শরণার্থী আমেরিকায় প্রবেশ করেছে তাদের সব নথি পুনরায় তদন্ত করতে হবে।’
উল্লেখিত সময়ের মধ্যে যেসব শরণার্থী আমেরিকায় প্রবেশ করেছে, তাদের সব ফাইল আবার পর্যালোচনা করতে এবং প্রয়োজন হলে তাদের সঙ্গে পুনরায় সাক্ষাৎকার নিতে ইউএসসিআইএস কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এডলো।
তিনি মেমোতে বলেন, ‘এসব তদন্ত ও পুনরায় সাক্ষাৎকারের লক্ষ্য হবে আমেরিকায় ঢোকার সময় সত্যিই তারা ‘শরণার্থী’ হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য ছিলেন কি না, এবং এমন কোনো আইনগত বাধা আছে কি না, যা তাদের আমেরিকায় স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী) হতে অযোগ্য প্রমাণ করতে পারে তা নির্ধারণ করা।
মেমোতে আরও বলা হয়েছে যে, ওই সময়ের মধ্যে আমেরিকায় প্রবেশ করা শরণার্থীদের সব গ্রিন কার্ড (বা স্থায়ী বাসিন্দার অনুমতি) আবেদনের প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
এডলো এতে আরও উল্লেখ করেছেন যে, গ্রিন কার্ড আবেদন প্রত্যাখ্যান করা হলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করা যাবে না।
মেমো অনুযায়ী, যদি প্রধান শরণার্থী অর্থাৎ যারা পরিবারের সঙ্গে এসেছেন তাদের মূল আবেদনকারীর আবেদন বাতিল হলে পরিবারের অন্যান্য সদস্যদের আবেদনও বাতিল হবে এবং তাদের শরণার্থী অবস্থানের মেয়াদও শেষ হয়ে যাবে।
আবেদন বাতিল হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দেশত্যাগের (ডিপোর্টেশন) প্রক্রিয়া শুরু করা যেতে পারে।
ফেডারেল পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারি ২০২১ থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রায় ২,৩৩,০০০ শরণার্থী আমেরিকায় প্রবেশ করেছে।
মেমোটি প্রথম প্রকাশ করে সিএনএন। মেমোতে এডলো জানান, ট্রাম্প প্রশাসনের মতে, বাইডেন প্রশাসন শরণার্থীদের সংখ্যা এবং প্রবেশাধিকারকে বেশি গুরুত্ব দিয়েছে, এবং বিস্তারিত স্ক্রিনিং ও সাক্ষাৎকারকে কম গুরুত্ব দেওয়া হয়েছে।