বৃটেনে বাড়ছে কর্মঘণ্টার নূন্যতম মজুরি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:০০ এএম
বৃটেনে আগামী বছর ন্যূনতম মজুরির হার বৃদ্ধি করা হবে। সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়েছে। ঘোষণার সাথে সাথে বয়স অনুসারে প্রতিঘন্টায় নুন্যতম মুজুরির হারও বলে দেয়া হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে আগামী ২০২৬ সালের এপ্রিল মাস থেকে, ২১ বছরের বেশি বয়সী শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪.১% বৃদ্ধি পাবে, যা প্রতি ঘন্টায় ১২.৭১ পাউন্ডে উন্নীত হবে।
১৮ থেকে ২০ বছর বয়সী শ্রমিকদের ৮.৫% বৃদ্ধি পেয়ে প্রতি ঘন্টায় ১০.৮৫ পাউন্ডে উন্নীত হবে।
১৬ থেকে ১৭ বছর বয়সী এবং যারা শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন তাদের জন্য ৬% বৃদ্ধি পাবে, যার ফলে প্রতি ঘন্টায় সর্বনিম্ন মজুরি ৮ পাউন্ডে উন্নীত হবে। বর্তমানে ২১ বছরের বেশি বয়সী শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১২.২১ ও ১৮ থেকে ২০ বছর বয়সী শ্রমিকদের ঘন্টায় মজুরি রয়েছে ১০ পাউন্ড।