Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ, দুই সপ্তাহে সর্বোচ্চ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ, দুই সপ্তাহে সর্বোচ্চ

ইউএস ফেডারেল রিজার্ভ আগামী মাসেই সুদের হার কমাতে পারে—বিনিয়োগকারীদের এমন প্রত্যাশা জোরদার হওয়ায় বুধবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সোনার এই দাম গত দুই সপ্তাহের কাছাকাছি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সদ্য প্রকাশিত অর্থনৈতিক ডেটা বিনিয়োগকারীদের এই প্রত্যাশাকে আরও শক্তিশালী করেছে, যার ফলে তারা ডলার ছেড়ে পুনরায় সোনার প্রতি ঝুঁকছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জিএমটি সময় সকাল ১০টা ১৯ মিনিটে স্পট সোনার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৬১ দশমিক ৫৭ ডলারে পৌঁছেছে, যা ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ। ডিসেম্বরে ডেলিভারি দেওয়া হবে এমন যুক্তরাষ্ট্রের ফিউচার্স সোনার দামও ০ দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১৫৭ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, বাজার অংশগ্রহণকারীরা আবারও ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করতে শুরু করেছে। অর্থনৈতিক নীতি হিসেবে সুদ কমলে সাধারণত নির্ভরযোগ্য সম্পদ হিসেবে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। সুদের হার কমলে ডলারের মূল্য সাধারণত দুর্বল হয়। তখন সোনা অন্য মুদ্রা ধারণকারীদের জন্য তুলনামূলকভাবে সস্তা হয়ে যায়। সুদ কমানোর নীতি অর্থনৈতিক অনিশ্চয়তা বা মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়ায়। এই সময়ে সোনা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি ঐতিহ্যবাহী হেজ বা সুরক্ষার মাধ্যম হিসেবে কাজ করে।

এই কারণে, ফেডারেল রিজার্ভ সুদের হার কমালে ডলারের বিকল্প হিসেবে সোনার চাহিদা আরও বাড়বে বলে আশা করছেন বিশ্লেষকরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার