মিশেল ওবামার ‘ফটোশ্যুট’ ঘিরে তোলপাড়, কিসের ইঙ্গিত সাবেক ফার্স্ট লেডির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০১:১৪ পিএম
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা আগের চেয়ে অনেক বেশি ছিপছিপে হয়ে গেছেন। তার সদ্য তোলা ছবিগুলো তারই প্রমাণ। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহকারীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকের অভিযোগ, ওজন কমানোর ওষুধ খেয়েই এমন পাতলা হয়েছেন মিশেল।
বিখ্যাত আলোকচিত্রী অ্যানি লেইবোভিৎজের তোলা নতুন ফটোশুটে ‘অতিরিক্ত ছিপছিপে’ দেখা যাওয়ায় মিশেল ওবামা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ট্রেন্ডিংয়ে রয়েছেন।
স্কাই নিউজের মতে, ইনস্টাগ্রামে প্রকাশিত ছবি এবং ভিডিও ক্লিপগুলোতে, ওবামা তার প্রকল্প ‘উইমেন’-এর সর্বশেষ সংস্করণের অংশ হিসেবে ধূসর টি-শার্ট, জিন্স এবং সোয়েড বুট পরে ছিলেন।
কিন্তু অনলাইনের মনোযোগ দ্রুত তার বইটি থেকে বা তার স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা থেকে সরে গেছে। পরিবর্তে, ব্যবহারকারীরা ভিত্তিহীন দাবি দিয়ে মন্তব্য বিভাগগুলো ভরিয়ে ফেলছেন। অনেকে বলছেন, ওবামা সম্ভবত জনপ্রিয় ওজন কমানোর ওষুধ ওজেম্পিকের দিকে ঝুঁকছেন।
একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘ওজেম্পিক - সকলের মতো যারা হঠাৎ করে সুস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
অন্য একজন মন্তব্য করেছেন, ‘তাদের কাছে টাকা আছে, তাদের এটি ‘কভার’ করার মতো সক্ষমতা আছে এবং সেইসব ঝামেলার মধ্য দিয়ে ঝাঁপিয়ে পড়ার বিষয়ে চিন্তা করতে হবে না।’
তৃতীয় একজন এক্স ববহারকারী লিখেছেন, ‘এটাকে ওজেম্পিক বলা হয়।’
অন্য একজন ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার মনে হয় এটি ওজেম্পিক। নাকি ব্যক্তিগত প্রশিক্ষক এবং কঠোর ডায়েটের কথা বলব? নাহ, ওজেম্পিকই মনে হচ্ছে।’
উল্লেখ্য, শুক্রবার ৬১ বছর বয়সি ওবামা তার ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘অ্যানি লেইবোভিৎজ সবসময়ই জানেন যে একটি ছবি কেবল একটি মুহূর্ত সংরক্ষণ নয়, তার চেয়েও বেশি কিছু করতে পারে। - এটি কিছু বলতে পারে।’
তবে, পিপল ম্যাগাজিনের সাথে ২০২২ সালে এক সাক্ষাৎকারে মিশেল মেনোপজের সময় তার শারীরিক পরিবর্তনের সাথে সাথে ওজন বৃদ্ধির বিষয়টি নিয়ে কথা বলেন। যা মন্তব্যকারীরা এড়িয়ে গেছেন।
‘আমি কখনো নিজের ওজন মাপতাম না। আমি সংখ্যায় আটকে থাকার চেষ্টা করছি না, কিন্তু যখন আপনি মেনোপজে থাকেন, তখন আপনার হরমোনের পরিবর্তন শরীরকে প্রভাবিত করবে।’
তথ্যসূত্র: এনডিটিভি