Logo
Logo
×

আন্তর্জাতিক

মামদানির ট্রানজিশন টিমে নিয়োগ পেলেন ১০ বাংলাদেশি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৪০ এএম

মামদানির ট্রানজিশন টিমে নিয়োগ পেলেন ১০ বাংলাদেশি

নিউইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচিত জোরান মামদানি ৪০০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ট্রানজিশন টিম ঘোষণা করেছেন।

নির্বাচনের ২০ দিন পর সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে সব সদস্যদের নাম ঘোষণা করেন তিনি।

এ দলে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে যুক্ত হয়েছেন দশজন আমেরিকান বাংলাদেশী।

এদের মধ্যে অ্যাসাল এর ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী, ড্রামস বিটের পরিচালক কাজী ফৌজিয়া এবং কিউনি স্কুল অব ল এর প্রফেসর ও ফরহাদ মযহারের সন্তান চুমতলি হককে ওয়ার্কার জাস্টিস কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাইজ আপ নিউইয়র্ক সিটির প্রেসিডেন্ট শামসুল হককে কমিটি অব কমিউনিটি সেফটি , সামাজিক সংগঠন ভালো ও মাসভোটের শাহরিয়ার রহমান, মুনার আরমান চৌধুরী এবং স্ট্যাটেন আইল্যান্ড ইসলামিক সেন্টারের ইমরান পাশাকে স্মল বিজনেস কমিটিতে নিযুক্ত করা হয়েছে।

হিলসাইড ইসলামিক সেন্টারের আব্দুল আজিজ ভুইয়াকে কমিটি অব কমিউনিটি অর্গানাইজিং , তাজিন আজাদকে কমিটি অব ইয়ুথ এন্ড এযুকেশন এবং সিএএএবি’র ফারিহান আক্তারকে কমিটি অব ইমিগ্রেন্টস জাস্টিসের সদস্য করা হয়েছে।

ট্রানজিশন টিমে জায়গা পাওয়া বাংলাদেশী সদস্যরা দলের ১৭টি কমিটির অধীনে কাজ করবেন।

কমিটিগুলোর মধ্যে রয়েছে সাশ্রয়ী আবাসন, পরিবহন, কমিউনিটি নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অভিবাসন ও প্রযুক্তি সুবিধাসহ বিভিন্ন সরকারি কার্যক্রম।

এছাড়াও ট্রানজিশন টিমে যুক্ত করা হয়েছে ওয়ার্কার জাস্টিস অ্যান্ড কমিউনিটি অর্গানাইজিং কমিটি, যা নিউইয়র্ক সিটির কোনো মেয়রের প্রশাসনিক কার্যক্রমের মধ্যে নতুন সংযোজন।

নতুন দিনের স্বপ্ন পূরণে তার দল ও সদস্যরা সক্রিয়ভাবে সব ধরনের কাজ করে যাবে বলে জানান মামদানি।

এখন পর্যন্ত ৭০ হাজার মানুষ তার প্রশাসনে কাজ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার