Logo
Logo
×

আন্তর্জাতিক

বোরকা পরে সংসদে প্রবেশ: অস্ট্রেলিয়ায় তীব্র বিতর্ক, অধিবেশন স্থগিত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম

বোরকা পরে সংসদে প্রবেশ: অস্ট্রেলিয়ায় তীব্র বিতর্ক, অধিবেশন স্থগিত

অস্ট্রেলিয়ার সিনেটে আবারও বিতর্কের জন্ম দিলেন ওয়ান নেশন পার্টির সিনেটর পলিন হ্যানসন। জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপনের অনুমতি না পাওয়ার পর তিনি বোরকা পরে সিনেট চেম্বারে প্রবেশ করেন।

হ্যানসনকে বোরকা পরে চেম্বারে বসতে দেখে অনেক সিনেটর তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি পোশাকটি খুলতে অস্বীকৃতি জানালে অধিবেশন স্থগিত করতে হয়।

গ্রিনস পার্টির নিউ সাউথ ওয়েলসের সিনেটর মেহরিন ফারুকি ঘটনাটিকে ‘স্পষ্ট বর্ণবাদী আচরণ’ বলে আখ্যা দেন। পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র মুসলিম সিনেটর ফাতিমা পেইম্যানও এটিকে ‘লজ্জাজনক’ মন্তব্য করেন।

সরকারি লেবার পার্টির সিনেট নেতা পেনি ওং এবং বিরোধী দলের অ্যান রাসটন—উভয়েই হ্যানসনের আচরণ নিন্দা করেন। পেনি ওং বলেন, এ ধরনের আচরণ সিনেটের মর্যাদার সঙ্গে যায় না। হ্যানসন পোশাক খুলতে অস্বীকৃতি জানানোয় তিনি তাকে সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব দেন।

পলিন হ্যানসন ২০১৭ সালেও একইভাবে বোরকা পরে সিনেটে প্রবেশ করে আলোচনার জন্ম দিয়েছিলেন। অভিবাসনবিরোধী রাজনীতির জন্য পরিচিত এই সিনেটর দীর্ঘদিন ধরে বোরকা নিষিদ্ধের দাবি করে আসছেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তিনি জানান, তার প্রস্তাবিত বিল সিনেট বাতিল করায় প্রতিবাদস্বরূপ তিনি বোরকা পরে চেম্বারে প্রবেশ করেছেন। তার ভাষায়, যদি পার্লামেন্ট বোরকা নিষিদ্ধ না করে, তাহলে আমি নিজেই দেখাব কেন এটি নিষিদ্ধ করা উচিত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার