৫ তারকা হোটেলে কেবিন ক্রু ধর্ষিত, পাইলটের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
ব্যাঙ্গালোরে একটি পাঁচ তারকা হোটেলে এক যুবতী কেবিন ক্রুকে ধর্ষণ করেছেন ৬০ বছর বয়সী এক পাইলট। এই অভিযোগে ওই পাইলটের বিরুদ্ধে মামলা করেছেন ধর্ষিত কেবিন ক্রু।
এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, একটি বেসরকারি এভিয়েশন প্রতিষ্ঠানে কর্মরত ওই পাইলট। পুলিশ বলেছে, ঘটনাটি ঘটেছে ১৮ই নভেম্বর। অভিযুক্ত পাইলটের নাম রোহিত সারান।
তিনি ওই দিন হায়দরাবাদের বেগমপেট এবং অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থি থেকে একটি চার্টার্ড প্লেনে তার সহকর্মী ও অভিযোগকারিণীর সঙ্গে হোটেলে যান। দুই পাইলট ও ওই কেবিন ক্রু সদস্য পরের দিন ১৯শে নভেম্বর পুট্টাপার্থি ফিরে যাওয়ার কথা ছিল। তাই তারা বিশ্রামের জন্য হোটেলে চেক-ইন করেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগে ওই নারী উল্লেখ করেন, রোহিত প্রথমে সিগারেট খাওয়ার অজুহাতে তাকে তার কক্ষের কাছে নিয়ে যান। এরপর জোর করে তাকে ঘরে ঢুকিয়ে ধর্ষণ করেন।
২০শে নভেম্বর বেগমপেটে ফিরে অভিযোগকারিণী সঙ্গে সঙ্গে এভিয়েশন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কাছে বিষয়টি জানান এবং বেগমপেট থানায় একটি জিরো এফআইআর দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ নম্বর ধারায় (ধর্ষণের অপরাধ) মামলা করা হয়েছে। মামলাটি আরও তদন্তের জন্য ব্যাঙ্গালোর সিটির হালাসুরু থানায় হস্তান্তর করা হয়েছে।