আগামী বছর থেকে বাড়ছে আমেরিকার ইমিগ্রেশন ফি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:১৭ এএম
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ইমিগ্রেশন ও সীমান্ত সংক্রান্ত ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস)। এই পরিবর্তনগুলো ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ আওতায় প্রয়োজনীয় বাধ্যতামূলক বার্ষিক সমন্বয়ের অংশ। এটি আনুষ্ঠানিকভাবে এইচ আর-১ নামে পরিচিত। মুদ্রাস্ফীতি জন্য এই আইন ডিএইচএস-কে প্রতি বছর কিছু নির্দিষ্ট ইমিগ্রেশন ফি আপডেট করতে হবে।
ডিএইচএস ইতোমধ্যেই কিছু ফি-এর নতুন রেট ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে: ইলেকট্রনিক ভিসা আপডেট সিস্টেম (ইভিইউএস), ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) ও প্যারোল চার্জ।
প্যারোল ফি বৃদ্ধি
আমেরিকার প্রবেশের ক্ষেত্রে প্যারোলের জন্য আবেদনকারী ব্যক্তিদের জানুয়ারী ২০২৬ থেকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই ফি ১,০০০ ডলার থেকে বেড়ে ১,০২০ ডলারে দাঁড়াবে।
ইসটিএ ফি বাড়ছে
২০২৬ অর্থবছরে ইসটিএ ফি বাড়ছে ২৭ সেন্ট। ফলে আগামী বছর থেকে ইসটিএ ফি এর জন্য গুনতে হবে ৪০ দশমিক ২৭ ডলার। ইসএসটিএ শুধুমাত্র সেই দেশগুলোর ভ্রমণকারীদের জন্য, যারা এই প্রোগ্রামের আওতায় পড়েন।
ইলেক্ট্রনিক ভিসা আপডেট সিস্টেম (ইভিইউএস)এর ফিও বাড়ছে
ইভিইউএস ফি ৩০ ডলার থেকে বেড়ে ৩০ দশমিক ৭৫ ডলার করা হয়েছে। তবে ইভিইউএস শুধু চীনা নাগরিকদের জন্য প্রযোজ্য, যারা বি-১ বা বি-২ ভিসা নিয়ে আমেরিকায় যাতায়াত করেন এবং যাদের নির্দিষ্ট সময় পর পর তথ্য আপডেট করতে হয়।
পরিবর্তন হচ্ছে না ফর্ম আই-৯৪
ডিএইচএস জানায়, ফর্ম আই-৯৪ বা অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার ফর্মস ফি আগের মতোই ৩০ ডলার থাকবে। মূলত দেশে প্রবেশের জন্য কিছু বিদেশি ভিজিটরের এই ফর্মের প্রয়োজন পড়ে।
মূল্যস্ফীতির কারণে অন্যান্য ফি পরিবর্তন
প্রতি বছর মুদ্রাস্ফীতি অনুযায়ী ফি সমন্বয় করার জন্য এইচ-১ নামে একটি আইনি নিয়ম আছে। ২০২৫ অর্থবছরের জন্য ন্যূনতম ফি নির্ধারণ করা হয়েছিল, আর এরপর থেকে প্রতি বছর কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী ফি বাড়বে।
এই কারণে আসছে অর্থবছরে কিছু ফি বাড়ছে। যার প্রভাব পড়বে ভ্রমণকারী ও ইমিগ্রেশন সেবার আবেদনকারীদের ওপর। তাদের ভ্রমণ ব্যয় সামান্য বাড়বে।