Logo
Logo
×

আন্তর্জাতিক

নিউইয়র্ক দারুণ এক মেয়র পাবে : মামদানির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ এএম

নিউইয়র্ক দারুণ এক মেয়র পাবে : মামদানির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের ওভাল অফিস বৈঠককে ‘দারুণ’ ও ‘খুব ফলপ্রসূ’ বলে আখ্যায়িত করেছেন।

রেজলুট ডেস্কের পেছন থেকে মামদানিকে সঙ্গে নিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা মাত্রই একটি দারুণ বৈঠক করলাম—একটি সত্যিই ভালো, খুব ফলপ্রসূ বৈঠক।’

নিউইয়র্কে জন্ম নেওয়া ট্রাম্প তীব্র রাজনৈতিক মতভেদের পরও উভয়ের অভিন্ন অগ্রাধিকারের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘একটি বিষয় আমাদের মিল—আমরা চাই আমাদের এই প্রিয় শহরটি খুব ভালো করুক।

আমি তাকে অভিনন্দন জানিয়েছি, এবং আমরা কয়েকটি বিষয়ে কথা বলেছি যেগুলোতে আমাদের দৃঢ় মিল রয়েছে—যেমন হাউজিং এবং বাড়ি নির্মাণ, খাদ্যের দাম। তেলের দাম অনেক নিচে নেমে আসছে।’

ট্রাম্প আসন্ন মেয়রের প্রতি সদিচ্ছার ইঙ্গিতও দেন এবং বলেন যে মামদানি হয়ত রক্ষণশীলদেরও বিস্মিত করতে পারেন।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আশা করি আপনারা সত্যিই দারুণ এক মেয়র পাবেন।

তিনি যত ভালো করবেন, আমি ততই খুশি হব। আমি বলব যে এখানে কোনো দলের পার্থক্য নেই।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি তিনি আসলে কিছু রক্ষণশীল মানুষকে এবং কিছু খুব উদারবাদীকেও বিস্মিত করবেন।’

সূত্র : সিএনএন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার