মামদানি ভারতীয়দের ঘৃণা করেন, অভিযোগ ট্রাম্পপুত্র এরিকের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০২:৩৫ এএম
নিউইয়র্ক সিটির মেয়র পদে জয়ী জোরান মামদানি ভারতীয় জনগণকে ঘৃণা করেন বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প।
ফক্স নিউজের ভাষ্যকার শন হ্যানিটির সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন ট্রাম্পপুত্র।
এরিক মনে করছেন, আগ্রাসী কট্টর ডানপন্থি এজেন্ডায় সাজানো হচ্ছে আমেরিকার বড় শহরগুলোকে। আদর্শিক এ কারণে সমাজতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নীতিগুলোর আওতায় বেগ পেতে হচ্ছে বড় করপোরেশনগুলোকে।
হ্যানিটির সঙ্গে আলাপকালে এরিক নিউইয়র্ক সিটির অবক্ষয় দেখছেন জানিয়ে বলেন, ‘রাজনীতির কারণে’ একসময় ‘বিশ্বের সবচেয়ে মহান নগর’ আর আগের জায়গায় নেই।
নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাওয়া মামদানির সমালোচনা করে ট্রাম্পের ছেলে বলেন, গণতান্ত্রিক সমাজতন্ত্রী মামদানির অগ্রাধিকারগুলো সিটির প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও বলেন, মামদানি মুদির দোকানগুলো জাতীয়করণ করতে চাওয়ার পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান। তিনি ইহুদি ও ভারতীয় জনগণকে ঘৃণা করেন।
মামদানির কী করা উচিত, সে বিষয়ে ট্রাম্প অর্গেনাইজেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এরিক বলেন, মেয়র পদে জয়ীর উচিত সাধারণ মৌলিক বিষয়ে নজর দেওয়া, যার মধ্যে রয়েছে নিরাপদ ও পরিচ্ছন্ন সড়ক ও যৌক্তিক করহার।
তার মতে, সরকারি হস্তক্ষেপ ছাড়াই সফল হতে পারে নিউইয়র্ক সিটি।