ট্রাম্পের সঙ্গে বৈঠকে কী আলোচনা করবেন, জানালেন মামদানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০২:৩২ এএম
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে অংশ নেবেন নিউনিয়র্ক সিটির মেয়র পদে জয়ী জোরান মামদানি।
নির্বাচনে জেতার পর ট্রাম্পের সঙ্গে এটিই হবে তার প্রথম বৈঠক।
আইউইটনেস নিউজ জানায়, এরই মধ্যে বৈঠকে কী কী বিষয় আলোচনায় রাখবেন, সে সম্পর্কে ধারণা দিয়েছেন মামদানি।
আসন্ন বৈঠক সম্পর্কে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মামদানি সাংবাদিকদের বলেন, ‘ট্রাম্পের সঙ্গে বৈঠককে আমি নিজের পরিকল্পনা উপস্থাপনের আরেকটি সুযোগ হিসেবে দেখছি। সাশ্রয়ী নিউইয়র্ক সিটি গড়ে তোলার জন্য সহায়ক কোনো কর্মকাণ্ডই আমি বাদ দেব না।’
মামদানির মুখপাত্র ডোরা পেকেক জানান, ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠকে জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা ও সাশ্রয়ী আবাসনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার কথা জানাবেন মামদানি। কেননা, দুই সপ্তাহ আগে এসব প্রতিশ্রুতির মধ্য দিয়েই তিনি মেয়র পদে জয়লাভ করেছেন।
বৈঠকে বসার আগে ট্রাম্পের উদ্দেশে মামদানি আরও বলেন, ‘২০২৪ সালে প্রতি ১০ জনে একজন নিউইয়র্কার ট্রাম্পকে ভোট দিয়েছেন। আবার তারাই ২০২৫ সালে আমাকে ভোট দিয়েছেন।
‘তাই আমরা একই বিষয়ের ওপর মনোযোগ দিতে পারি। সেটি হলো নিউইয়র্কার ও আমেরিকানদের জীবনযাপনের উচ্চ ব্যয় নিরসন করা।’
এর আগে বুধবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানান, ২১ নভেম্বর ওভাল অফিসে মামদানির সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন তিনি।
বিগত কয়েক মাসে মামদানিকে কটাক্ষ, হুমকি, কাজে বাধা দেওয়ার, এমনকি বিতাড়নের ঘোষণা দিতেও দেখা যায় ট্রাম্পকে।
অন্যদিকে বিজয়ী বক্তব্যে মামদানি বলেছিলেন, তিনি নিউইয়র্কবাসীর মাধ্যমে দেখাতে চান প্রেসিডেন্টের সঙ্গে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়া যায়।
পরবর্তী সময়ে নিউইয়র্ক সিটির উন্নয়নে সম্পৃক্ততা গড়ে তুলতে ট্রাম্পকে আহ্বান জানান মামদানি।