Logo
Logo
×

আন্তর্জাতিক

ইমিগ্রেশনে নতুন যুগ, গোল্ড কার্ডের প্রথম ধাপ প্রকাশ আমেরিকার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০২:২৮ এএম

ইমিগ্রেশনে নতুন যুগ, গোল্ড কার্ডের প্রথম ধাপ প্রকাশ আমেরিকার

‘গোল্ড কার্ড’ নামে নতুন স্থায়ী আবাসন কর্মসূচি শুরু করতে প্রথম পদক্ষেপ নিয়েছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। এই কর্মসূচির আওতায় বিদেশি নাগরিকরা বড় অংকের সরকারি সমর্থন বা অনুদানের ভিত্তিতে আমেরিকায় বৈধভাবে স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন।

পরিকল্পনাটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির একটি অংশ। এই উদ্যোগের অধীনে ইউএসসিআইএস ‘ফর্ম আই-১৪ওজি’ এর একটি খসড়া প্রেসিডেন্টের নির্বাহী অফিসের অধীনস্থ সংস্থা—অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি)-এর কাছে পর্যালোচনার জন্য জমা দিয়েছে। ফর্মটি আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু করার আগে ওএমবি এর এই পর্যালোচনা বাধ্যতামূলক।

প্রস্তাবিত খসড়ার নির্দেশাবলী-

প্রস্তাবিত ‘গোল্ড কার্ড’ প্রোগ্রামের মূল শর্ত হলো—স্থায়ী বসবাসের জন্য একজন আবেদনকারীকে আমেরিকার ট্রেজারিতে ১ মিলিয়ন ডলার দান করতে হবে। আর যদি আবেদনটি কোনো কর্পোরেট প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার স্পন্সরে হয়, সেক্ষেত্রে দান করতে হবে ২ মিলিয়ন ডলার।

প্রতিটি আবেদনকারীর জন্য আবেদনের ফি হিসেবে প্রায় ১৫,০০০ ডলার ধরা হয়েছে।

এই প্রক্রিয়াটিতে তিনটি ধাপ থাকবে:

১. ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সে গোল্ড কার্ডের আবেদন জমা দেয়া।

২. পে.গভ এর মাধ্যমে অ-ফেরতযোগ্য ১৫ হাজার ডলার ফি প্রদান করা ।

৩. ইউএসসিআইএস এর কাছে ফর্ম আই-১৪ওজি জমা দিলে এজেন্সি নতুন অভিবাসী ভিসার জন্য আবেদনকারীর যোগ্যতা মূল্যায়ন করতে পারবে এবং যাচাই করতে পারবে যে দানকৃত তহবিলগুলো বৈধ উৎস থেকে এসেছে কিনা।

যদি আবেদন অনুমোদিত হয় এবং অভিবাসী ভিসা নম্বর পাওয়া যায়, তবে আবেদনকারীকে বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃতি পেতে স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে বিদেশে কনস্যুলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তবে, খসড়া নির্দেশাবলীতে আমেরিকায় থাকা আবেদনকারীদের জন্য স্ট্যাটাসের সমন্বয় কীভাবে হবে, তা এখনও নির্দিষ্ট করা হয়নি।

ইউএসসিআইএস ধারণা করছে, প্রতি বছর প্রায় ১,০০০ জন ব্যক্তি ফর্ম আই-১৪ওজি জমা দিতে পারেন। আগামী সপ্তাহগুলোতে প্রক্রিয়ার আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

আমেরিকায় স্থায়ী বসবাসে আগ্রহী ধনী বিদেশি নাগরিকদের জন্য ‘গোল্ড কার্ড’ প্রোগ্রাম দ্রুত পথ হিসেবে বিবেচিত হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার