সাবেক প্রেমিকার ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ নিয়ে স্বামী-স্ত্রীর মারামারি, আহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৬:০২ পিএম
সাবেক প্রেমিকার ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয়েছিল তুমুল মারামারি। আর তার জেরে হাসপাতালে যেতে হলো দুই পরিবারের তিনজনকে। সম্প্রতি পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ঘটেছে এই ঘটনা।
জানা যায়, ধূপগুড়ি এলাকার ডোমোহানি গ্রামে দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ মোট তিনজন আহত হয়েছেন। তাদের ধূপগুড়ি সাব-ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং লিখিত অভিযোগ নেওয়া হয়েছে।
অভিযোগকারী রুবিনা জানান, স্বামী শাহজাহানের মোবাইল ফোন থেকে তিনি ইনস্টাগ্রামে তার এক সাবেক প্রেমিকার ছবিতে দেওয়া ‘লাভ রিঅ্যাক্ট’ ও নিয়মিত বার্তা আদানপ্রদানের কথোপকথন দেখতে পান। বার্তাগুলোর ভাষা অনুপযুক্ত ছিল বলে দাবি করেন তিনি। এ নিয়ে রুবিনা তার স্বামীকে প্রশ্ন করলে বচসা শুরু হয় এবং তা পরে মারামারিতে রূপ নেয়।
এরপর রুবিনা তার কাছাকাছি থাকা বোন বিউটি পারভীনকে ফোনে জানান। বিউটি ঘটনাস্থলে গিয়ে বোনকে বাঁচাতে গেলে শাহজাহান তাকে ও তার পরিবারের সদস্যদেরও মারধর করেন বলে অভিযোগ। বিউটি দাবি করেন, শাহজাহানের বোন রাবেয়া তাকে বালতি ও কোদাল দিয়ে আঘাত করেন, ফলে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
মারামারির সময় শাহজাহানের মা-ও আহত হন বলে জানিয়েছে পুলিশ।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধূপগুড়ি থানায় অভিযোগ নথিভুক্ত হয়েছে, তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
জানা যায়, ধূপগুড়ি এলাকার ডোমোহানি গ্রামে দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ মোট তিনজন আহত হয়েছেন। তাদের ধূপগুড়ি সাব-ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং লিখিত অভিযোগ নেওয়া হয়েছে।
অভিযোগকারী রুবিনা জানান, স্বামী শাহজাহানের মোবাইল ফোন থেকে তিনি ইনস্টাগ্রামে তার এক সাবেক প্রেমিকার ছবিতে দেওয়া ‘লাভ রিঅ্যাক্ট’ ও নিয়মিত বার্তা আদানপ্রদানের কথোপকথন দেখতে পান। বার্তাগুলোর ভাষা অনুপযুক্ত ছিল বলে দাবি করেন তিনি। এ নিয়ে রুবিনা তার স্বামীকে প্রশ্ন করলে বচসা শুরু হয় এবং তা পরে মারামারিতে রূপ নেয়।
এরপর রুবিনা তার কাছাকাছি থাকা বোন বিউটি পারভীনকে ফোনে জানান। বিউটি ঘটনাস্থলে গিয়ে বোনকে বাঁচাতে গেলে শাহজাহান তাকে ও তার পরিবারের সদস্যদেরও মারধর করেন বলে অভিযোগ। বিউটি দাবি করেন, শাহজাহানের বোন রাবেয়া তাকে বালতি ও কোদাল দিয়ে আঘাত করেন, ফলে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
মারামারির সময় শাহজাহানের মা-ও আহত হন বলে জানিয়েছে পুলিশ।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধূপগুড়ি থানায় অভিযোগ নথিভুক্ত হয়েছে, তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস