Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে নগদ ডলার লেনদেন নিয়ে নতুন সিদ্ধান্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

পাকিস্তানে নগদ ডলার লেনদেন নিয়ে নতুন সিদ্ধান্ত

রুপির অবমূল্যায়ন ও ডলারের অস্বাভাবিক বহির্গমন রোধে নগদ ডলার লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ব্যাংকগুলোকে ক্রেতাদের অ্যাকাউন্টে সরাসরি ডলার স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে, ব্যাংকগুলো এখন ক্রেতাদের অ্যাকাউন্টে সরাসরি ডলার স্থানান্তর করবে। যাদের বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট নেই তারা নগদ ডলার কিনতে পারবেন না।

 স্টেট ব্যাংক অফ পাকিস্তান (এসবিপি) বৈদেশিক মুদ্রা লেনদেন সম্পর্কিত সংশোধিত নির্দেশাবলীসহ একটি সার্কুলারে এমন নির্দেশনার কথা জানিয়েছে। তবে এক্সচেঞ্জ কোম্পানিগুলো জানিয়েছে, এই সিদ্ধান্ত ভ্রমণ বা অন্যান্য উদ্দেশ্যে ডলার কেনার উপর প্রভাব ফেলবে না। খবর ডনের।  

এসবিপির সার্কুলারে বলা হয়, ক্যাশলেস অর্থনীতিকে উৎসাহিত করার জন্য এখন থেকে পাকিস্তানের নাগরিকদের ফরেন কারেন্সি অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য (বৈদেশিক মুদ্রা) বিক্রয় লেনদেন অ্যাকাউন্ট-টু-অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে সম্পাদিত হবে। 

আরও পড়ুন
এক্সচেঞ্জ কোম্পানিগুলো জানিয়েছে, এই পদক্ষেপের অর্থ হল আমানতের জন্য ডলার কিনছেন এমন ব্যক্তিরা আর নগদ অর্থ পাবেন না; পরিবর্তে, সমপরিমাণ অর্থ সরাসরি তাদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। আর যাদের বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট নেই তারা নগদ ডলার কিনতে পারবেন না।

বিষয়টির ব্যাখ্যা করে একটি এক্সচেঞ্জ কোম্পানির মালিক বলেন, যদি আপনি কোনো এক্সচেঞ্জ কোম্পানি থেকে ডলার কিনে একটি ফরেন কারেন্সি অ্যাকাউন্টে জমা করেন, তাহলে কোম্পানিটি সেই পরিমাণের একটি চেক ইস্যু করবে, যা ব্যাংকের ফরেন কারেন্সি অ্যাকাউন্টে জমা হবে। 

একই সঙ্গে, গ্রাহকদের সঙ্গে ৫০০ মার্কিন ডলারের মধ্যে লেনদেন সীমাবদ্ধ রাখারও কথা বলা হয়েছে নতুন নির্দেশনায়। এছাড়া প্রয়োজনীয়তা নিশ্চিতে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করার পরেই অতিরিক্ত ডলার সরবরাহ করতে হবে।

একজন এক্সচেঞ্জ কোম্পানির কর্মকর্তা জানিয়েছেন, এই সিদ্ধান্ত ভ্রমণ বা অন্যান্য উদ্দেশ্যে ডলার কেনার উপর প্রভাব ফেলবে না, তবে গ্রাহকদের ডলারের প্রয়োজনীয়তার প্রমাণ দিতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার