Logo
Logo
×

আন্তর্জাতিক

মামদানির ট্রানজিশন টিমে বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১১:৫২ পিএম

মামদানির ট্রানজিশন টিমে বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জয়ী জোরান মামদানির ট্রানজিশন টিমে সম্প্রতি যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অ্যামেরিকান অভিবাসী জারা রহিম।

ছয় নারী সদস্য নিয়ে গড়া এ টিমের সর্বশেষ সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। জারা এ টিমে মামদানির সিনিয়র এডভাইজর পদে নেতৃত্ব দিবেন।

মামদানির প্রশাসন পরিচালনা, নীতি নির্ধারণ, বাস্তবায়নে ২০২৬ সালের পহেলা জানুয়ারি থেকে কাজ শুরু করবে ট্রানজিশন টিম।

কে এই জারা

অ্যামেরিকার অন্যতম সাংস্কৃতিক অঞ্চল দক্ষিণ ফ্লোরিডায় বেড়ে ওঠা জারা রহিম প্রথম প্রজন্মের বাংলাদেশি অ্যামেরিকান অভিবাসী। বর্তমানে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে বসবাস করেন তিনি।

জারার মা-বাবা ১৯৮০’র দশকের শুরুতে পাড়ি জমিয়েছিলেন অ্যামেরিকায়। তরুণ বয়সে ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডা থেকে ইন্টারন্যাশনাল স্টাডিজ ও স্প্যানিশ বিষয়ের ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন জারা।পরে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা থেকে যোগাযোগ বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

৩৫ বছর বয়সী এ নারী পেশায় মূলত একজন কমিউনিকেশনস স্ট্র্যাটেজিস্টস। তবে হাই স্কুলে অধ্যয়নের সময় থেকেই রাজনীতির প্রতি বিশেষ ঝোঁক।

যোগাযোগ সংযোগের প্রতি ভালোবাসা আর রাজনীতির প্রতি আগ্রহ, দুইয়ে মিলে ২০১২ সালে অ্যামেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রচারণায় ফ্লোরিডার ডিজিটাল কন্টেন্ট ডিরেক্টর পদে দায়িত্ব পান জারা।

পরে হোয়াইট হাউসে অফিস অব ডিজিটাল স্ট্র্যাটেজি বিভাগে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৬ সালে প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান ইউনূস সেন্টারের সঙ্গেও যুক্ত ছিলেন এ বাংলাদেশি বংশোদ্ভূত নারী।

যেভাবে যুক্ত হলেন ট্রানজিশন টিমে

মেয়র পদে নির্বাচনী প্রচারণায় কৌশল অবলম্বন, চমক সৃষ্টি, জনসংযোগ নিশ্চিত করার পেছনে যে কজন ব্যক্তির ভূমিকা আছে তার মধ্যে জারা ছিলেন অন্যতম।

মামদানির প্রিয়ভাজন হয়ে ওঠা নারী ২০২৫ সালের সালের ফেব্রুয়ারি মাস থেকে কর্মরত ছিলেন তার সিনিয়র এডভাইজর হিসেবে।

মেয়র পদে জয়লাভের পরদিনই ছয় সদস্য বিশিষ্ট ট্রানজিশন টিমের পাঁচ নারী সদস্যকে সংবাদমাধ্যমের সামনে আনেন মামদানি।

সর্বশেষ জনসংযোগ তৈরির বিশেষ দক্ষতা গুণে এ টিমে জায়গা করে নেন জারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার