বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের নজিরবিহীন বিলিয়ন ডলার মামলার ঘোষণা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পিএম
পুরনো ভাষণ ভুলভাবে সম্পাদনা করে প্রচার করায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারি দেয়া ভাষণের বিভ্রান্তিকরভাবে সম্পাদনা করায় বিবিসির পক্ষ থেকে দুঃখপ্রকাশের পরেই সংস্থাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট।
এয়ারফোর্স ওয়ানে বসে শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা আমার মুখ থেকে বের হওয়া শব্দই বদলে দিয়েছে। আমরা তাদের কাছে ১০০ থেকে ৫০০ কোটি ডলার পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে মামলা করব। আগামী সপ্তাহের যেকোনো সময় তা হতে পারে। আমার মনে হয়, এটা আমাকে করতেই হবে। তারা স্বীকারও করেছে যে তারা প্রতারণা করেছে।’
ট্রাম্পের অভিযোগ, বিবিসির একটি তদন্তমূলক অনুষ্ঠানে তার বক্তব্য এমনভাবে কাটছাঁট করা হয়েছে যে, শুনলে মনে হয় তিনি সহিংসতার উস্কানি দিচ্ছেন। কিন্তু তার দাবি—মূল বক্তব্য ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল।
গত সোমবার ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে একটি চিঠি পাঠান। সেখানে তারা অভিযোগ করেছেন, ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গার আগে ট্রাম্পের দেওয়া একটি বক্তৃতার সম্পাদিত ভিডিও প্রকাশ করে তারা প্রেসিডেন্টের মানহানি করেছে। একই সঙ্গে গতকাল শুক্রবারের মধ্যে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার সময়সীমাও বেঁধে দেন তারা।
বিবিসি এই সম্পাদনার জন্য দুঃখ প্রকাশ করেছে। তারা বলেছে, ভুলভাবে এমন ধারণা তৈরি হয়েছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংসতার ডাক দিয়েছেন। এটা আসলে অনিচ্ছাকৃত ভুল ছিল। তবে বিবিসি জানিয়েছে, তারা কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না। এর সপক্ষে পাঁচটি যুক্তিও তুলে ধরেছে প্রভাবশালী সংবাদমাধ্যমটি।
এই বিতর্কের পর বিবিসির ডিরেক্টর টিম ডেভি এবং সংবাদ নির্বাহী ডেবোরা টার্নেস দুজনেই পদত্যাগ করেছেন।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এত বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি বাস্তবে পাওয়া কঠিন। বিশেষ করে ব্রিটেনের আইন অনুযায়ী মানহানির মামলায় ক্ষতিপূরণের সীমা তুলনামূলক কম। তবে ট্রাম্পের টিম চাইলে অ্যামেরিকাতেও মামলা করতে পারে, যেখানে ক্ষতিপূরণের পরিমাণ অনেক বেশি হয়।
এখন মূল নজর থাকবে ট্রাম্প আসলেই মামলা করেন কি না, বিবিসি কীভাবে এই সংকট সামাল দেয় এবং এই বিতর্ক অ্যামেরিকা-যুক্তরাজ্য মিডিয়া সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করে কি না।