Logo
Logo
×

আন্তর্জাতিক

স্টারবাকস বয়কটের আহ্বান জোরান মামদানির, কিন্তু কেন?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১১:৪৬ পিএম

স্টারবাকস বয়কটের আহ্বান জোরান মামদানির, কিন্তু কেন?

নিউ ইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোরান মামদানি শুক্রবার ধর্মঘটকারী ইউনিয়ন ব্যারিস্টাদের সাথে সংহতি প্রকাশ করে সমর্থকদের স্টারবাকস বয়কট করার আহ্বান জানিয়েছেন। তিনি দেশব্যাপী ওয়াকআউট শেষ না হওয়া পর্যন্ত জনগণকে কফি চেইনটি এড়িয়ে চলার আহ্বান জানান।

এক্সে দেয়া এক পোস্টে মামদানি বলেন, ‘দেশের স্টারবাকস কর্মীরা ন্যায্য চুক্তির জন্য লড়াই করছেন। তারা যতক্ষণ ধর্মঘটে রয়েছেন, ততক্ষণ আমি স্টারবাকস থেকে কিছুই কিনব না, এবং আপনাদেরও আমাদের সঙ্গে যোগ দেয়ার অনুরোধ জানাচ্ছি। একসাথে আমরা একটি শক্তশালী বার্তা দিতে পারি: কোন চুক্তি নেই, কোন কফিও নেই।’

স্টারবাকসের কর্মীরা ‘ন্যায্য চুক্তির’ দাবিতে ধর্মঘট করছেন। রেড কাপ ডে-র দিনেই স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড ‘রেড কাপ বিদ্রোহ’ নামে এই ধর্মঘট করছেন যাতে কোম্পানি ও গ্রাহকদের ওপর তাদের প্রভাব সবচেয়ে বেশি হয়।

কোম্পানির সবচেয়ে ব্যস্ততম ইভেন্ট হচ্ছে রেড কাপ ডে। গ্রাহকরা এসময় বিনামূল্যে হলিডে কাপ পেতে লাইনে দাঁড়ান। সাধারণত এই দিনে দোকানগুলোতে ভিড় অনেক বেশি থাকে। দেশের ২৫টিরও বেশি শহরের কর্মীরা এই ধর্মঘটে অংশ নিয়েছেন।

প্রায় ৯,০০০ ব্যারিস্টারের প্রতিনিধিকারী স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড জানিয়েছে, স্টাররবাকস আলোচনায় রাজি হয়নি। তারা সতর্ক করেছে, যদি চুক্তি সংক্রান্ত আলোচনা এগোতে না পারে, তাহলে ধর্মঘট আরও বড় হতে পারে।

স্টারবাকস কর্মীদের এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, ইউনিয়নের দাবিগুলো অযৌক্তিক, কারণ কোম্পানি ইতোমধ্যেই তাদের উচ্চ বেতন এবং সুবিধা দিচ্ছে। তাদের যুক্তি অনুযায়ী, গড়ে কর্মীরা প্রতি ঘণ্টায় ১৯ ডলার পান, এবং অন্যান্য সুবিধাসহ ৩০ ডলারের বেশি উপার্জন করছেন।

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মাত্র কয়েক দিনের নোটিশে দেশব্যাপী ৫৯টি ইউনিয়নভুক্ত স্টোরসহ কয়েকশ স্টোর বন্ধ করার কারণে সমালোচনার মুখে পড়েছে স্টারবাকস।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার