ইতালি পুলিশ বাহিনীতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য মেহেদি হাসান
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম
ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যুক্ত হলো নতুন অর্জন। মাত্র ২৩ বছর বয়সে বাংলাদেশি বংশোদ্ভূত মেহেদি হাসান নূর ‘Polizia di Stato’তে যোগ দিয়ে তৈরি করেছেন নতুন ইতিহাস। জন্ম ও বেড়ে ওঠা ইতালিতে হলেও শিকড়ে রয়েছে বাংলাদেশের পরিচয়।
মেহেদি বর্তমানে পাদুয়া মোবাইল ইউনিটে দায়িত্ব পালন করছেন। ইতালির একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘যে দেশ ও সম্প্রদায় আমার পরিবারকে গ্রহণ করেছে, এখন আমি সেই দেশের জন্য কাজ করতে চাই।’ তার এই মন্তব্যকে নেটিজেনরা অভিবাসী পরিবারের সন্তানের সফলতার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।
মেধা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের অফিসিয়াল পুলিশ ক্যালেন্ডারে মডেল হিসেবেও স্থান পেয়েছেন মেহেদি, যা অভিবাসী প্রজন্মের জন্য বিশেষ সম্মান।
মেহেদির এই সাফল্যে উৎসবের আবহ তৈরি হয়েছে ইতালিপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। অনেকেই মনে করছেন, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো কমিউনিটির সম্মান। তাদের বিশ্বাস, এই সাফল্য অভিবাসী প্রজন্মকে ভবিষ্যতে ইতালির রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আরও সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে।
কমিউনিটির নেতারা বলছেন, মেহেদি হাসান নূরের এই ঐতিহাসিক অর্জন ইতালিতে বসবাসকারী বাংলাদেশিদের জন্য এক গর্বের মাইলফলক হয়ে থাকবে।