Logo
Logo
×

আন্তর্জাতিক

শাটডাউন অবসানে মার্কিন সিনেটে তহবিল বিল পাশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

শাটডাউন অবসানে মার্কিন সিনেটে তহবিল বিল পাশ

যুক্তরাষ্ট্রে শাটডাউনের অবসানে মার্কিন সিনেটে একটি তহবিল বিল পাশ হয়েছে। স্থানীয় সময় সোমবার ৬০-৪০ ভোটে বিলটি পাস হয়। 

মঙ্গলবার (১১ নভেম্বর) ব্রিটিশ সংবদামাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, আটজন ডেমোক্র্যাট রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে এই তহবিলের পক্ষে ভোট দেন। সিনেটে ৫৩-৪৭ ভোটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের ৬০ ভোটের ন্যূনতম সীমা অতিক্রম করার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল।  

ডেমোক্র্যাটিক সিনেটর ডিক ডারবিন, জন ফেটারম্যান, ক্যাথেরিন কর্টেজ মাস্তো, ​​ম্যাগি হাসান, টিম কেইন, অ্যাঙ্গাস কিং, জ্যাকি রোজেন এবং জিন শাহীন তাদের দলের বাকি সদস্যদের থেকে আলাদা হয়ে বিলটির পক্ষে ভোট দেন।

কেবল একজন রিপাবলিকান সিনেটর কেন্টাকির র‍্যান্ড পল বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন, যেখানে বেশিরভাগ ডেমোক্র্যাট বিপক্ষে ছিলেন।

নতুন বিলটি কার্যকর হলে ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রম আবারও চালু হবে এবং খাদ্য সহায়তা ও আইনসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে অর্থায়ন করা হবে।

বিলটি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স বিলটি পাস হওয়ার পর বলেন, ‘আমরা সরকার পুনরায় চালু করতে যাচ্ছি। আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে, ফেডারেল কর্মচারীরা...এখন তাদের অর্জিত এবং প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন।’

আরও পড়ুন
৪১ দিনের দীর্ঘতম শাটডাউনে স্থগিত রয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি পরিষেবা। প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারী অবৈতনিক ছুটিতে আছেন অথবা বিনা বেতনে কাজ করছেন। কর্মী সংকটের কারণে সাত হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং দুই হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া চার কোটি ১০ লাখ নিম্ন আয়ের মার্কিনিদের জন্য খাদ্য সুবিধা ব্যাহত হয়েছে। 

সিনেটে পাশ হলেও বিলটির এখন প্রতিনিধি পরিষদের অনুমোদন পেতে হবে। এরপর বিলটি যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে, যেখানে তিনি স্বাক্ষর করলে তবেই এটি আইনে পরিণত হবে। ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছেন যে, তিনি এটি করতে ইচ্ছুক।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার