Logo
Logo
×

আন্তর্জাতিক

মানবপাচার প্রতিরোধে আরও নিরাপদ আবাসন স্থাপনের পরিকল্পনা মালয়েশিয়ার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:৫৭ পিএম

মানবপাচার প্রতিরোধে আরও নিরাপদ আবাসন স্থাপনের পরিকল্পনা মালয়েশিয়ার

মানবপাচারের শিকার ব্যক্তিদের জন্য আরও নিরাপদ আশ্রয়কেন্দ্র (সেফ হাউস) স্থাপনের পরিকল্পনা নিয়েছে মালয়েশিয়া সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ উদ্যোগের লক্ষ্য দেশের সহায়তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং মানবাধিকার সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা।

রোববার (১০ নভেম্বর) বিশ্ব মানবপাচার বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল বলেন, পাচারচক্র থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের যথাযথ আশ্রয় ও সার্বিক সুরক্ষা এখন সময়ের দাবি।

মন্ত্রী জানান, ‘বিগত আলোচনায় আরও আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা জোরালোভাবে উঠে এসেছে। এক ক্ষেত্রে Mapo-এর (Council for Anti-Trafficking in Persons and Anti-Smuggling of Migrants) সহায়তায় উপযুক্ত স্থানও চিহ্নিত হয়েছিল, কিন্তু প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি না ঘটে, তা নিশ্চিত করতে হবে।’

সাইফুদ্দিন বলেন, নতুন নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারি সংস্থা, বেসরকারি সংগঠন (এনজিও) এবং আন্তর্জাতিক অংশীদারদের যৌথ সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে নারী ও শিশুদের জন্য পুনর্বাসন, মনোসামাজিক সহায়তা এবং সমাজে পুনঃএকত্রীকরণের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। বর্তমানে সারাওয়াক প্রদেশ ছাড়া মালয়েশিয়ার প্রতিটি রাজ্যে সেফ হাউস রয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রাফিকিং ইন পারসনস (TIP) রিপোর্টে মালয়েশিয়ার টিয়ার–২ অবস্থান ধরে রাখার বিষয়টি সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও আন্তঃসংস্থার সমন্বয়ের ফল বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি থাইল্যান্ড উপকূলে নৌকাডুবিতে মানবপাচারের শিকার কয়েকজনের মৃত্যু প্রসঙ্গে সাইফুদ্দিন বলেন, ‘এই ঘটনা মানবপাচারের ভয়াবহ বাস্তবতা স্মরণ করিয়ে দিচ্ছে। আমাদের সামুদ্রিক কর্মকর্তারা এখনো জীবিতদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা গেছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ট্র্যাজেডি দেখিয়ে দেয় অবৈধ অভিবাসনের পথ কতটা বিপজ্জনক এবং মানবপাচারের বিরুদ্ধে আমাদের লড়াই কেন আরও জোরদার করা জরুরি।’

মন্ত্রী জানান, জাতীয় মানবপাচার প্রতিরোধ কর্মপরিকল্পনা নিয়মিতভাবে হালনাগাদ ও বাস্তবায়ন করা হবে—এটি কোনো এককালীন কর্মসূচি নয়।

সাইফুদ্দিন বলেন, ‘সরকার, এনজিও ও আন্তর্জাতিক অংশীদার—সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে। মানবপাচার দমনে এটি-ই সবচেয়ে কার্যকর উপায়।’

তিনি আরও আশ্বাস দেন যে, আসিয়ান অঞ্চলে মানবপাচার প্রতিরোধে মালয়েশিয়া তার সহযোগিতা ও নেতৃত্ব অব্যাহত রাখবে এবং মানবাধিকার ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার