Logo
Logo
×

আন্তর্জাতিক

মামদানির ক্ষমতা হস্তান্তর দলে বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৪:১১ পিএম

মামদানির ক্ষমতা হস্তান্তর দলে বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সম্পূর্ণ নারী-নেতৃত্বাধীন ক্ষমতা হস্তান্তর দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত কমিউনিকেশনস স্ট্র্যাটেজিস্ট জারা রহিমকে। ২০২৬ সালের ১ জানুয়ারি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের সময় দলটি মামদানির প্রশাসনকে নির্দেশনা দেবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জারা ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মামদানির সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এই দলে তার সঙ্গে রয়েছেন মায়া হান্ডা, তাশা ভ্যান অকেন এবং ফাইজা আলিসহ একদল বৈচিত্র্যময় নারী। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মামদানির জয়ের পেছনে প্রধান ভূমিকা রাখা নির্বাচনী প্রচারণায় তাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল।

দক্ষিণ ফ্লোরিডায় বেড়ে ওঠা প্রথম প্রজন্মের আমেরিকান জারা বাংলাদেশি অভিবাসী বাবা-মায়ের সন্তান। তারা ১৯৮০-এর দশকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

মামদানির প্রচারণায় যোগদানের আগে তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অধীনে ইউনুস সেন্টারে কাজ করেছেন। পরে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১২ সালের পুনর্নির্বাচনী প্রচারণায় ফ্লোরিডার ডিজিটাল কনটেন্ট ডিরেক্টর হিসেবে যোগ দেন।

এরপর তিনি হোয়াইট হাউসের অফিস অফ ডিজিটাল স্ট্র্যাটেজিতে দায়িত্ব পালন করেন এবং হিলারি ক্লিনটনের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় কাজ করার পাশাপাশি উবার, ভোগ ও দ্য উইং-এর মতো প্রতিষ্ঠানে সিনিয়র কমিউনিকেশনস পদে কর্মরত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার