Logo
Logo
×

আন্তর্জাতিক

ফি জমা না দেয়ায় বসতে দেওয়া হয়নি পরীক্ষায়, গায়ে আগুন দিল কলেজছাত্র

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

ফি জমা না দেয়ায় বসতে দেওয়া হয়নি পরীক্ষায়, গায়ে আগুন দিল কলেজছাত্র

ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলায় পরীক্ষায় অংশ নিতে না পারায় উজ্জ্বল রানা (২২) নামে এক কলেজছাত্র নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (৯ নভেম্বর) দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল রানা বুধানার ডিএভি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কলেজে বকেয়া ফি পরিশোধ না করায় কর্তৃপক্ষ তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার তিনি কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি শুরু করেন।

অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে পুলিশ এসে তাকে অপমান ও নির্যাতন করে। এরপরই উজ্জ্বল নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দিল্লির হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

এই ঘটনায় নিহতের বোন সালোনি রানা কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার, ব্যবস্থাপক অরবিন্দ গর্গ, শিক্ষক সঞ্জীব কুমার এবং তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের লাইন হাজির করা হয়।

রাজ্যের প্রশাসন বিষয়টি তদন্তে নির্দেশ দিয়েছে। অন্যদিকে কংগ্রেস এক কোটি রুপি ক্ষতিপূরণ, পরিবারের একজনকে সরকারি চাকরি এবং আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সহায়তায় তহবিল গঠনের দাবি জানিয়েছে।

উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায় বলেন, “উজ্জ্বলের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং বর্তমান শিক্ষাব্যবস্থার নির্মম বাস্তবতা—যেখানে শিক্ষা এখন বাণিজ্যে পরিণত হয়েছে।”

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার