Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিপাইনে আঘাত হানল সুপার টাইফুন ‘ফুং ওং’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০২:৩৯ এএম

ফিলিপাইনে আঘাত হানল সুপার টাইফুন ‘ফুং ওং’

ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফুং ওং’। রোববার (৯ অক্টোবর) রাতে এটি উপকূলীয় এলাকায় প্রবেশ করে। এরপর স্থলে তাণ্ডব শুরু করে ঝড়টি।

টাইফুনটি স্থলে আঘাত হানার কয়েক ঘণ্টা আগে সুপার টাইফুনে পরিণত হয়। ওই সময় ঝড়টির ঝড়ো বাতাসের গতিবেগ ছিল ২৩০ কিলোমিটার ঘণ্টা।

টাইফুনটি স্থানীয় সময় রোববার (৯ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে লুজনের অরোরা প্রদেশে প্রবেশ করে। এটি ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ। ঝড়টি উপকূলের দিকে ধেয়ে আসার আগেই ব্যাপক প্রস্তুতি নেয় দেশটির সরকার।

উপকূলীয় এলাকায় আঘাত হানার আগে লুজন থেকে প্রায় ৯ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। লুজনে সর্বোচ্চ সতর্কতা এবং মেট্রো ম্যানিলা এবং আশপাশের অঞ্চলগুলোতে লেভেল-৩ সতর্কতা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন
ফিলিপাইনের আবহাওয়া বিভাগ সতর্তকা দিয়েছিল, এই ঝড়ের প্রভাবে প্রাণহানির শঙ্কা রয়েছে। তারা সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছিল।

টাইফুনটির প্রভাবে জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা এবং ভূমিধসের ব্যাপারেও সতর্কতা দিয়েছিল তারা।

মাত্র গত সপ্তাহে কালমায়েগি নামে আরেকটি শক্তিশালী টাইফুন আঘাত হানে ফিলিপাইনে। কালমায়েগির তাণ্ডবে এখন পর্যন্ত ২২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও প্রায় ১২০ জন নিখোঁজ আছেন। আশঙ্কা করা হচ্ছে তারাও নিহত হয়েছেন।

কালমায়েগির ক্ষত সারতে না সারতেই এখন আরেকটি সুপার টাইফুন ফিলিপাইনে তাণ্ডব চালাতে যাচ্ছে।

এ বছর এখন পর্যন্ত ফিলিপাইনে আঘাত হেনেছে ২১টি সামুদ্রিক ঝড়। এরমধ্যে কালমায়েগি সবচেয়ে বিধ্বংসী ছিল।

সূত্র: বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার