Logo
Logo
×

আন্তর্জাতিক

২০২৭ থেকে বদলে যাচ্ছে ডিভি লটারির আবেদন প্রক্রিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০১:১০ এএম

২০২৭ থেকে বদলে যাচ্ছে ডিভি লটারির আবেদন প্রক্রিয়া

ডাইভারসিটি ভিসা প্রবেশ (ডিভি) প্রক্রিয়া নামে পরিচিত গ্রিন কার্ড লটারির বিষয়ে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

স্টেট ডিপার্টমেন্টের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব ডিভি -২০২৭ নিবন্ধন সময়কাল শুরুর তারিখ ঘোষণা করব, সেই সাথে এন্ট্রি স্ট্যাটাস চেক (ইএসসি) এর মাধ্যমে ডিভি-২০২৭ লটারির ফল কখন পাওয়া যাবে তাও ঘোষণা করব।’

তবে এই নতুন পরিবর্তন ডিভি-২০২৭ এর জন্য নির্বাচিত ব্যক্তিদের ভিসা আবেদনের সময়কালের ওপর প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ডিপার্টমেন্টটি। নির্বাচিত ব্যক্তিদের ভিসা আবেদনের সময়কালে ১ অক্টোবর, ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৭ পর্যন্তই থাকবে।

এই পরিবর্তনগুলোর কারণে, লটারির তারিখ শুরুর ঘোষণা বিলম্বিত হচ্ছে। তবে ডিভি লটারি খোলা আছে বলে কিছু প্রতারণামূলক দাবীর বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট অবগত বলেও বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়ছে, ‘ডাইভারসিটি ভিসা (ডিভি) ২০২৭-এর জন্য নিবন্ধন এই মুহূর্তে বন্ধ আছে। আমরা ডিভি-২০২৭-এ প্রবেশের সময়কাল চালু রয়েছে বলে কিছু প্রতারণামূলক দাবির খবর সম্পর্কে অবগত। ব্যক্তি ও পরিষেবাগুলো মিথ্যাভাবে দাবি করছে যে তারা লটারি জেতার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। যা সত্য নয়।’

এতে আরও বলা হয়, ডিভি-২০২৭ নিবন্ধনের তারিখ এবং এই বছরের প্রক্রিয়ায় পরিবর্তন সম্পর্কে বিশদ বিবরণ দ্রুতই স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ডিভি প্রোগ্রামের আওতায় কম অভিবাসন হার রয়েছে এমন দেশগুলোর নাগরিকদের অ্যামেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়া হয়। ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রামের আওতায় ৫৫ হাজার ব্যক্তি প্রতি বছর অ্যামেরিকায় প্রবেশের সুযোগ পান।

২০২৬ সালের ডিভি প্রোগ্রামের জন্য এশিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ বাদ পড়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চীন (মূল ভূখণ্ড এবং হংকং), কলম্বিয়া, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনেজুয়েলা এবং ভিয়েতনাম।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার