Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বেপরোয়া গাড়ির ধাক্কায় ৪ জনের প্রাণহানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০১:১৪ পিএম

যুক্তরাষ্ট্রে বেপরোয়া গাড়ির ধাক্কায় ৪ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় অন্তত ৪ জন নিহত হয়েছেন।  এছাড়া আহত হয়েছেন আরও ১১ জন। শনিবার (৮ নভেম্বর) ভোরে ইয়বর সিটিতে এ ঘটনা ঘটে । ঘটনায় স্থানীয় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

টাম্পা পুলিশ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সি সিলাস সাম্পসনকে এই মারাত্মক দুর্ঘটনার পর গ্রেফতার করা হয়েছে।

পুলিশ চিফ লি বারকাউ বলেন, শনিবার (৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১২টা ৩০ মিনিটে হানা এভিনিউ ও নেব্রাস্কা এভিনিউ এলাকায় দুটি গাড়ি রেসিং করতে দেখা যায়। 

পুলিশের এক্তি ইউনিট গাড়িটিকে ট্র্যাক করে। ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর একজন আরও মারা যান।

আরও পড়ুন
এ ঘটনার পর টাম্পা মেয়র জেন কাস্টর সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, 'ইয়বর সিটিতে যা ঘটেছে তা ভয়াবহ। পরিবারগুলো শোকগ্রস্ত, প্রথম প্রতিক্রিয়াকারীরা কষ্ট পাচ্ছেন, এবং আমাদের শহর পুরোপুরি এই ক্ষতির অনুভূতি পাচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য হলো সমাজকে নিরাপদ রাখা।'

পুলিশ নিশ্চিত করেছে যে, সাম্পসনের কর্মকাণ্ড কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ব্যবসাকে লক্ষ্য করছিল না এবং তাকে হত্যা এবং গুরুতর শারীরিক আঘাতসহ পালানোর অভিযোগে মামলা দেয়া হবে।

তথ্যসূত্র: দ্য হিন্দু

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার