Logo
Logo
×

আন্তর্জাতিক

ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে মিলবে না যুক্তরাষ্ট্রের ভিসা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০১:০৬ এএম

ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে মিলবে না যুক্তরাষ্ট্রের ভিসা

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা অনেকের জন্য এবার ভিসা পাওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম আনা হয়েছে। নতুন সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ডায়বেটিসসহ কয়েকটি গুরুতর রোগ থাকলে যুক্তরাষ্ট্র ভিসা দেওয়া হতে পারে না বা কঠিন হতে পারে।

ট্রাম্প প্রশাসনের সময় থেকে চিকিৎসা খরচ কমানোর লক্ষ্য নিয়ে এই ধরনের স্বাস্থ্যগত শর্ত আরোপ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে বসবাসের পর রোগীর চিকিৎসা ব্যয় বহন করতে পারবে কিনা সেটি গুরুত্বের সঙ্গে যাচাই করা হবে।

ওয়াশিংটনভিত্তিক কেএফএফ হেলথ নিউজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ভিসা আবেদনকারীদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোর মধ্যে বিশেষ নজর দেওয়া হবে হার্টের রোগ, শ্বাসতন্ত্রের রোগ, ক্যানসার, ডায়বেটিস, মেটাবলিক রোগ, স্নায়বিক রোগ এবং মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর দিকে। কারণ এই রোগগুলোর চিকিৎসায় কোটি কোটি ডলারের খরচ হতে পারে।

নতুন গাইডলাইনে বিশ্বব্যাপী দূতাবাস ও কনস্যুলেটগুলোকে বলা হয়েছে, ভিসার আবেদন যাচাই করার সময় আবেদনকারীর নিজস্ব খরচে চিকিৎসা চালিয়ে যেতে সক্ষম কিনা তা বিবেচনা করতে।

আগে থেকে সংক্রামক রোগ, টিকার ইতিহাস এবং মানসিক স্বাস্থ্য যাচাই করা হতো, তবে এবার আরও কিছু রোগ যুক্ত করে স্বাস্থ্যগত শর্ত আরও কঠোর করা হয়েছে।


এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে যাওয়ার ইচ্ছুকদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার