এবার জনসমক্ষে তরুণীর ওড়না ধরে টানাটানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম
উত্তরপ্রদেশের গোমতীনগর এলাকায় এক তরুণীকে জনসমক্ষে উত্ত্যক্ত করার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। রাতে প্রকাশ্য রাস্তায় এক যুবক তরুণীর ওড়না ধরে টানাটানি করছেন, হাত ধরার চেষ্টা করছেন।
আশপাশে আরও কয়েক জন যুবক দাঁড়িয়ে রয়েছে। ঘটনাস্থলে মানুষের ভিড় জমলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে যাননি। পরে একজন বাইক আরোহী বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও তরুণী হাত ছাড়িয়ে পালিয়ে যান।
ভিডিওটি প্রথমে সমাজবাদী পার্টির নেতা ও কৌশাম্বীর সাংসদ পুষ্পেন্দ্র সরোজ সামাজিকমাধ্যমে পোস্ট করেন। ভিডিও ভাইরাল হওয়ার পর উত্তরপ্রদেশ পুলিশ ঘটনাটি স্বীকার করলেও এটিকে ‘পারিবারিক বিরোধ’ বলে দাবি করে।
লখনউ পুলিশ জানায়, ঘটনার দিন ৩ নভেম্বর ওই মহিলা পারিবারিক বিরোধে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। মহিলার ভাগনে তাকে বাড়ি ফিরে যেতে অনুরোধ করছিলেন এবং শেষ পর্যন্ত মহিলা পরিবারের কাছে ফিরে যান। পুলিশ সামাজিকমাধ্যমে ছড়ানো অন্যান্য অভিযোগ ‘মিথ্যা এবং ভিত্তিহীন’ বলেও দাবি করেছে।
তবে পুলিশের এই বক্তব্য নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, পারিবারিক বিরোধ থাকলেই কি জনসমক্ষে তরুণীর ওড়না ধরে টানা ও উত্ত্যক্ত স্বাভাবিক হতে পারে? অনেকেই পুলিশের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। কেউ বলেছেন, যদি অভিযোগ মিথ্যা হয়, তাহলে পুলিশ কেন সাফাই দিচ্ছে।