যুক্তরাষ্ট্রে মুসলিমদের জন্য আরেকটি সাফল্য এনে দিলেন গাজালা হাশমি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ এএম
জোহরান মামদানির ঐতিহাসিক জয়ের দিন যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়ের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য এনে দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী গাজালা হাশমি। ভার্জিনিয়ায় লেফটেন্যান্ট গভর্নর পদে জিতে অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম এবং প্রথম ভারতীয়-আমেরিকান হিসেবে ইতিহাস গড়লেন এই নারী।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে বিজয় ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে বিজয় ভাষণে ৬১ বছর বয়সী হাশমি বলেন,‘এটা সম্ভব হয়েছে, কারণ এই দেশ এবং ভার্জিনিয়া রাজ্যে আমাদের জন্য বিশাল সুযোগ-সুবিধা ও সমর্থন তৈরি করা হয়েছিল।’ খবর আল জাজিরার।
হাশমি হায়দরাবাদে জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সে তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে আসেন, যেখানে তার বাবা জর্জিয়া সাদার্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন।
হাশমি এখন রিচমন্ডের দক্ষিণাঞ্চলের প্রতিনিধিত্বকারী ভার্জিনিয়া স্টেটের সিনেটর। এর আগে তিনি ভার্জিনিয়ার একটি কলেজে অধ্যাপনা করতেন।২০১৯ সালে রাজনীতিতে আসার পর তিনি রিপাবলিকান নিয়ন্ত্রিত একটি সিনেট আসনের গতি পাল্টে দেন এবং চলতি বছর জুনে ডেমোক্র্যাটিক প্রাইমারি জিতে লেফটেন্যান্ট গভর্নর প্রার্থী হন।
নিউইয়র্কের মামদানির প্রচারের মতোই, হাশমির প্রচারকালেও ইসলামোফোবিক আক্রমণ দেখা গেছে। বিশেষত রিপাবলিকানদের পক্ষ থেকে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কিছু কর্মকর্তার মন্তব্যে এসব বিভ্রান্তি ছড়ানো হয়। কিন্তু সেই প্রচারণা এবং প্রতিবন্ধকতা জয় করেই এ নির্বাচনি ফলাফল ডেমোক্র্যাটদের জন্য বড় অর্জন হয়ে দেখা গেছে। যা একই সঙ্গে রিপাবলিকান পার্টি ও ট্রাম্পের বিরুদ্ধে জনগণের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান হয়ে দেখা দিয়েছে।
এই নির্বাচনি রাতে নিউ জার্সি ও ভার্জিনিয়ার গভর্নর নির্বাচন,ক্যালিফোর্নিয়ার প্রোপোজিশন ৫০ ভোট এবং একাধিক মেয়র নির্বাচনে জয় লাভ করে আগামীর রাজনৈতিক লড়াইয়ে নিজেদের অবস্থান আরও দৃঢ় করলো ডেমোক্র্যাটরা।