Logo
Logo
×

আন্তর্জাতিক

স্ত্রীকে সঙ্গে নিয়ে কোথায় থাকবেন, জানালেন মামদানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৪:০৫ এএম

স্ত্রীকে সঙ্গে নিয়ে কোথায় থাকবেন, জানালেন মামদানি

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জয়লাভ করেছেন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য জোরান মামদানি। সে অনুযায়ী মেয়রের জন্য নির্ধারিত সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনের মালিকানা এখন তার।

তবে সরকারি বাসভবনে থাকা প্রসঙ্গে অস্পষ্ট ইঙ্গিত দিলেন সমাজতান্ত্রিক মতাদর্শের এ নেতা।

বিজয় ঘোষণার পর বুধবার সকালে সাংবাদিকরা মামদানির কাছে জানতে চান, তিনি মেয়র বাসভবনে কবে যাচ্ছেন।

প্রথমে রসিকতার ছলে প্রশ্নটি এড়িয়ে যান মামদানি।

গত রাতেও অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের তত্ত্বাবধায়ক বার্তা পাঠিয়েছেন- এমন উত্তরে জানান দেন এখনও সাধারণ জীবন যাপনে অভ্যস্ত তিনি।

মামদানি বলেন, ‘এখন আমার মনোযোগ পুরোটাই নতুন প্রশাসনিক দায়িত্বভারের ওপর।

মেয়র বাসভবনে থাকব কি না, পরবর্তিতে স্ত্রীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নিব। যাই করি সেটি আগে প্রকাশ্যে জানানো হবে।'

ম্যানহাটনের আপার ইস্ট এলাকায় অষ্টাদশ শতকের শেষভাগে নির্মিত হয়েছিল বিলাসবহুল বনেদি বাড়ি গ্রেসি ম্যানশন।

ঐতিহ্যবাহী এ বাড়িটি ১৯৪২ সাল থেকে নিউ ইয়র্ক সিটির মেয়রের বাসভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বর্তমানে স্ত্রী রামা দুয়াজির সঙ্গে কুইন্সে এক শোবার ঘর বিশিষ্ট একটি ফ্ল্যাটে বসবাস করছেন মামদানি, যার মাসিক ভাড়া ২ হাজার ৩০০ ডলার।

স্টেইটের আইনপ্রণেতা হিসেবে তার বার্ষিক বেতন ছিল ১ লাখ ৪০ হাজার ডলার।

এক সময় হাউজিং কাউন্সেলর পেশায় নিয়োজিত ছিলেন মামদানি। পেশাজীবি হিসেবে আবাসন সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়ার সময় তার নজরে আসে নিউ ইয়র্ক সিটির উচ্চ মূল্যে বাসা ভাড়া, আবাসন সংকট ও আশ্রয়হীনতার মতো সমস্যাগুলো।

নির্বাচনী প্রচারণায় জয়ী হলে নিউ ইয়র্কারদের সাশ্রয়ী আবাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তরুণ এ নেতা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার