মামদানির সুন্দরী শিল্পী স্ত্রী নিউইয়র্ক প্রথম জেন-জি ফাস্ট লেডি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট ও নিউইয়র্কের স্টেট অ্যাসেম্বলির সদস্য ৩৪ বছরের জোহরান মামদানি শহরের ‘মেয়র’ হয়ে গেলেন। ভারতীয় বংশোদ্ভূত জোহরান হলেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে।
নিউইয়র্কের প্রথম বামপন্থী মুসলিম মেয়র পদে বসায় মামদানির ব্যক্তি জীবনও এখন সংবাদের শিরোনামে। বিশেষত তাঁর শিকড় ভারতের সঙ্গে জুড়ে থাকায়।
অন্যদিকে, মামদানির স্ত্রী রামা দুওয়াজি অনন্য সাধারণ সিরীয় সুন্দরী হওয়ায় আপাতত তিনিও স্বামীর মতোই গর্বিত ঘরণী।
রামা দুওয়াজি হলেন সিরীয়-মার্কিন শিল্পী। জোহরান মামদানির রাজনৈতিক প্রচারের সময় থেকে প্রচারের আলোয় আসেন তিনি। লোকে এখন বলছে, স্বামীর জয়ের মূল চাবিকাঠিটি হলেন তিনিই।
প্রাক্তন ব়্যাপার থেকে রাজনীতিক হওয়া মামদানির স্ত্রী রামারও নিজস্ব পরিচয় ও ব্যক্তিত্ব রয়েছে। বর্তমানে ২৮ বছরের সিরীয় সুন্দরী দুওয়াজির জন্ম টেক্সাসের হাউস্টনে। তাঁর বয়স যখন ৯ বছর, তখন তাঁর পরিবার দুবাইতে চলে যায়। শুরুতে ইলাস্ট্রেটর ও অ্যানিমেটর হিসেবে নিউইয়র্কে কাজ শুরু করেন।
বহু নামী প্রতিষ্ঠানের সঙ্গে আর্টের কাজ করেছেন রামা।
দুজনের পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। এই বছরেরই গোড়ার দিকে তাঁদের বিয়ে হয়েছে। নির্বাচনের দিন বিখ্যাত শাশুড়ি মীরা নায়ার পুত্রবধূর উদ্দেশে লিখেছেন, ডার্লিং ডটার ইন ল- নতুন দিনে আমাদের শহরেও শিল্প ফুটে উঠবে। সঙ্গে ছিল হার্টের একটি ইমোজি।
দুয়াজি নিউইয়র্ক শহরের প্রথম জেন-জি ফার্স্ট লেডি হতে চলেছেন। যদিও তিনি এখনও জানাননি, এ ধরনের সরকারি পদ আদৌ গ্রহণ করবেন কিনা।