তরুণীকে নিয়ে ভয়াবহ বাইক স্টান্ট, অতঃপর ...
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০২:৩১ পিএম
ভারতের এক ফাঁকা রাস্তায় মাঝরাতে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। রিলস ভিডিও তৈরির জন্য বাইকে করে স্টান্ট করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখ থুবড়ে পড়েন এক তরুণ ও তার সঙ্গী তরুণী। এই মর্মান্তিক ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয় গণমাধ্যম ফ্রি প্রেস জার্নাল-এর খবরে বলা হয়েছে, কয়েকজন তরুণ রাতে বাইক নিয়ে বের হয়েছিলেন রিলস ভিডিও তৈরির উদ্দেশ্যে। তাদের একজন সামনের চাকা তুলে স্টান্ট করছিলেন। বাইকের পেছনে বসা ছিল এক তরুণী। কিন্তু চাকা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান দুজনই।
ভিডিওতে দেখা যায়, বাইক থেকে ছিটকে রাস্তায় গড়িয়ে পড়েন তারা। একই সময় তাদের পেছনের আরেকটি বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে, তাতেও পড়ে যান আরও দুই তরুণ। দুর্ঘটনায় তরুণীর পিঠে গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলেছেন, রিলসের জন্য জীবন ঝুঁকিতে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন। বেপরোয়া গতিতে ও বিপজ্জনকভাবে বাইক চালানোর অভিযোগে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রিলস বা ভিডিওর নামে এমন ঝুঁকিপূর্ণ স্টান্ট যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও সচেতন মহল।