Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পকে কীভাবে হারাতে হয়, নিউইয়র্ক দেখিয়ে দিয়েছে: মামদানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

ট্রাম্পকে কীভাবে হারাতে হয়, নিউইয়র্ক দেখিয়ে দিয়েছে: মামদানি

নিউইয়র্ক শহরের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন জোহরান কোয়ামে মামদানি। তিনি শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তবে তার এই জয় সহজে আসেনি। শেষ দিকে এসে তার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুয়োমোকে সমর্থন দেন ট্রাম্প। তিনি বলেন, ‘অ্যান্ড্রু কুয়োমোকে আপনি পছন্দ করুন আর নাই করুন, আপনার হাতে বিকল্প নেই। আপনাকে ভোট দিতেই হবে তাকে। আমি আশা করব সে দারুণ কাজ করবে। সে কাজের মানুষ, মামদানি নয়।’

তবে শেষ মুহূর্তে রিপাবলিকান ট্রাম্পের এমন মন্তব্য ডেমোক্র্যাট মামদানির জয়ের পথে বাধা হতে পারেনি শেষমেশ। তিনি ৫০.৪ শতাংশ ভোট নিয়ে জয়লাভ করেছেন নিউইয়র্ক মেয়র নির্বাচনে।

মামদানি এরপরই বলেছেন, তার জয়ই দেখিয়ে দিয়েছে কীভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করা যায়। ট্রাম্প তার ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক নীতির কড়া সমালোচক হলেও, মামদানি বলেছেন নিউইয়র্কের মানুষ প্রমাণ করেছে পরিবর্তন সম্ভব।

জয়ের পর সমর্থকদের উদ্দেশে ভাষণে মামদানি বলেন, ‘যদি কেউ এই জাতিকে দেখাতে পারে কীভাবে ডোনাল্ড ট্রাম্পকে হারানো যায়, তবে সেটি সেই শহরই, যেখানে ট্রাম্পের উত্থান ঘটেছিল। রাজনীতির এই অন্ধকার সময়ে নিউইয়র্ক হবে আলোর প্রতীক।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার