কখন জানা যাবে নিউ ইয়র্ক সিটি নির্বাচনের ফল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ এএম
নিউ ইয়র্ক সিটির ২০২৫ সালের মেয়র নির্বাচনে তিনজন প্রার্থী এখন আলোচনার তুঙ্গে। কুইন্সের অ্যাসেম্বলিম্যান জোরান মামদানি, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং অ্যাক্টিভিস্ট ও গার্ডিয়ান অ্যাঞ্জেলস প্রতিষ্ঠাতা কার্টিস স্লিওয়া। তারা বিশ্বের অন্যতম বড় ও জটিল শহর নিউইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যিনি নতুন মেয়র নির্বাচিত হবেন তিনি আন্তর্জাতিক অঙ্গনে এক বিশাল তারকায় পরিণত হবেন তা বলাই বাহুল্য। আর তাই তো শুধু অ্যামেরিকা নয় পুরো বিশ্বের নজর এখন নিউ ইয়র্ক সিটির নির্বাচনের দিকে।
নিউ ইয়র্ক সিটিতে ভোটকেন্দ্রগুলো সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পর প্রথম ফলগুলো আসা শুরু করবে এবং রাতভর ক্রমে ফল প্রকাশ হবে।
এর আগে ২০২১ সালে ভোটের অধিকাংশ গণনা মধ্যরাতের আগেই শেষ হয় এবং বার্তা সংস্থা এপি প্রায় মধ্যরাতেই বর্তমান মেয়র এরিক অ্যাডামসকে বিজয়ী ঘোষণা করে।
শেষ জরিপ যা বলছে
ডেমোক্র্যাটিক প্রাথমিক নির্বাচনে জয়ের পর থেকে জোরান মামদানি স্পষ্টভাবে বিজয়ী প্রার্থী হিসেবে এগিয়ে আছেন। নিউ ইয়র্ক টাইমসের জরিপ অনুযায়ী, মামদানি তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এবং স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোর চেয়ে ৫ থেকে ২৫ পয়েন্টে এগিয়ে আছেন।
নিউ ইয়র্কে নির্বাচনের ৯ দিন আগে আগাম ভোট দেওয়ার সুযোগ ছিল যা ২ নভেম্বর শেষ হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য সিটির বিশ্লেষণ অনুযায়ী, এই সময়ে ৭৩২,০০০-এর বেশি আগাম ভোট পড়েছে, যা ২০২১ সালের মেয়র নির্বাচনের মোট ভোটের ৬৫ শতাংশ।
নিউ ইয়র্কের মতো বৃহৎ শহরের বিশাল দায়িত্বপূর্ণ মেয়র পদটি প্রায় ৮ দশমিক ৫ মিলিয়ন মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকার ওপর সরাসরি প্রভাব ফেলে।
নিউইয়র্কের মেয়রের হাতে বিপুল ক্ষমতা থাকে। তারা ৩ লাখেরও বেশি কর্মী, ১২ হাজার কোটি ডলারের বাজেট এবং ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের জিডিপি পরিচালনা করেন যা বিশ্বের অনেক দেশের চেয়েও বড়। শহরের ১০ লাখ শিক্ষার্থী, ৩০ হাজার পুলিশ এবং দশ মিলিয়নের বেশি মানুষের কার্যক্রম সরাসরি এই প্রশাসনের অধীনে।
আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। এরপরেই জানা যাবে কে হচ্ছেন নিউ ইয়র্ক সিটির মেয়র।