অ্যামেরিকায় জীবনের ৪৩ বছর হারালেন ভারতীয় অভিবাসী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৪০ এএম
সময়টা ১৯৮২ সাল। বন্ধু টমাস কিনসারকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন ভারতীয় অ্যামেরিকান সুব্রমানিয়াম বেদাম।
ওই সময় ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস কর্তৃক গ্রেপ্তার হওয়া বেদামের বয়স ছিল ২০ বছর।
তারপর একে একে কেটে যায় ৪৩ বছর। দীর্ঘ এ সময় কারাগারে বন্দি থাকার পরর গত বছর বেদামকে হত্যা মামলায় নির্দোষ জানিয়ে রায় দেয় আদালত।
এনডিটিভি নিউজ জানায়, নির্দোষ প্রমাণ হওয়ায় সম্প্রতি অ্যামেরিকা থেকে বেদামকে ফেরত পাঠানোর আদেশ স্থগিত করেছে ভিন্ন দুটি আদালত কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ইমিগ্রেশন বিচারক ব্যুরো অব ইমিগ্রেশনের সিদ্ধান্তের আগ পর্যন্ত বেদামকে বিতাড়নের আদেশ স্থগিত করে। একই দিনে পেনসেলভানিয়া স্টেইটের ডিস্ট্রিক্ট কোর্ট বিতাড়নের আদেশ প্রত্যাহারের পক্ষে রায় দেয়।
বিতাড়নের জন্য তৎপর আইস
আইস কর্তৃপক্ষ জানায়, বেদামের বিরুদ্ধে মাদক সরবরাহে জড়িত থাকার আরেকটি অভিযোগ রয়েছে।
২০ বছর বয়সে মাদক সরবরাহে জড়িত থাকার এ অভিযোগটিও তিনি অস্বীকার করে আসছেন।
বেদামের আইনজীবী জানান, ৪০ বছরেরও বেশি সময় কারাগারে থেকে বেদাম নিজে ডিগ্রি অর্জন করেন এবং অন্য বন্দিদের পড়ালেখা করান। তার এ আচরণ মাদক মামলার চেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত।
এমন বাস্তবতায় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, হত্যা মামলা থেকে অব্যাহতি মাদক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে সহায়ক হবে না।
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর পাবলিক অ্যাফেয়ার্স ট্রিসিয়া ম্যাকলাগলিন এক ইমেইল বার্তায় জানান, একটি মামলা প্রত্যাহার আইসকে অভিবাসন আইন প্রয়োগ থেকে বিরত রাখতে পারবে না।
মাত্র ৯ মাস বয়সে ভারত থেকে মা-বাবার সঙ্গে অ্যামেরিকায় পাড়ি জমান বেদাম। তার মুক্তির আশায় দিন পার করছে পরিবার।