ব্রিটিশ রাজপরিবারের সংকট নিয়ে যা বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০২:৩০ পিএম
ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর কাছ থেকে তার বড় ভাই, ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লস, প্রিন্স উপাধি কেড়ে নেওয়ার পর এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কঠিন সিদ্ধান্তে তিনি ব্রিটিশ রাজপরিবারের জন্য গভীর সহানুভূতি ও বিস্ময় প্রকাশ করেছেন।
সোমবার (৩ নভেম্বর) নিজের বিমান এয়ার ফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, এই পরিবারটির সঙ্গে যা ঘটেছে তা ভীষণ দুঃখজনক। এটা একদমই দুঃখের বিষয়। আমার সত্যিই খুব খারাপ লাগছে তাদের জন্য।
প্রিন্স অ্যান্ড্রুর কাছ থেকে রাজকীয় উপাধি ও দায়িত্ব ছিনিয়ে নেওয়ার এই কঠিন সিদ্ধান্তটি এসেছে মার্কিন ধনকুবের ও যৌন অপরাধে দণ্ডিত মৃত জেফ্রি এপস্টেইনের সঙ্গে প্রিন্স অ্যান্ড্রুর কথিত সম্পর্ক নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে। বছরের পর বছর ধরে এই অভিযোগের ছায়া রাজপরিবারকে তাড়া করে আসছিল। অবশেষে "রাজপরিবারের স্বার্থে" রাজা চার্লস এই কঠিন পদক্ষেপ নেন।
বর্তমানে অ্যান্ড্রু রয়্যাল লজে নিঃসঙ্গভাবে দিন কাটাচ্ছেন। অন্যদিকে, রাজা চার্লস রাজতন্ত্রে স্বচ্ছতা, শৃঙ্খলা এবং জনগণের হারানো বিশ্বাস ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে রাজপরিবারকে নতুনভাবে গড়ার চেষ্টা করছেন।