আকাশচুম্বী ভবনের স্বীকৃতি পেল ‘মেরদেকা টাওয়ার’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০১:০৯ পিএম
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গর্বের প্রতীক ‘মেরদেকা ১১৮ টাওয়ার’ অর্জন করেছে এক অনন্য বিশ্বস্বীকৃতি। বিশ্বের অন্যতম শীর্ষ নগর স্থাপত্য সংস্থা- কাউন্সিল অন ভার্টিক্যাল আরবানিজম (সিভিইউ) ভবনটিকে দিয়েছে ‘বিশ্বের শ্রেষ্ঠ আকাশচুম্বী ভবন’ খেতাব।
এই স্বীকৃতির মধ্য দিয়ে মালয়েশিয়া শুধু দক্ষিণ-পূর্ব এশিয়াতেই নয়, বরং বিশ্ব স্থাপত্যের মানচিত্রেও নতুনভাবে নিজেদের উপস্থিতি জানান দিল।
এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করা হয় কানাডার টরন্টোতে অনুষ্ঠিত সিভিইউ ২০২৫ অ্যাওয়ার্ডস সেরিমনিতে, যেখানে বিশ্বজুড়ে অসাধারণ স্থাপত্য ও নগর নকশার কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া হয়।
৬৭৮ দশমিক ৯ মিটার উচ্চতার মেরদেকা ১১৮ বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ ভবন। এটি কেবল একটি স্থাপত্য নয় বরং মালয়েশিয়ার অগ্রযাত্রা, ঐতিহ্য ও জাতীয় গৌরবের প্রতীক।
প্রকল্পটির বিকাশকারী PNB Merdeka Ventures Sdn Bhd (PNBMV) এক বিবৃতিতে জানিয়েছে, মেরদেকা ১১৮-এর নকশা, প্রকৌশল উদ্ভাবন এবং পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গিই এই স্বীকৃতির মূল কারণ।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক তেংকু আব. আজিজ তেংকু মাহমুদ বলেন, এই স্বীকৃতি মালয়েশিয়ার জন্য এক বিরাট সম্মান। আমাদের লক্ষ্য ছিল শুধু একটি উঁচু টাওয়ার নির্মাণ নয়, বরং এমন একটি স্থান তৈরি করা যা ঐতিহ্যকে ধারণ করবে, মানুষকে সংযুক্ত করবে এবং টেকসই উন্নয়নের অনুপ্রেরণা জোগাবে।
তিনি আরও বলেন, মেরদেকা ১১৮ স্বাধীনতার চেতনার প্রতীক। এটি আমাদের শক্তি, ঐক্য ও ভবিষ্যতের প্রতি আশাবাদকে প্রতিফলিত করে।
অস্ট্রেলীয় স্থাপত্য প্রতিষ্ঠান ফেন্ডার কাটসালিদিস-এর প্রধান স্থপতি কার্ল ফেন্ডার বলেন, মেরদেকা ১১৮ নির্মাণ ছিল কেবল উচ্চতার প্রতিযোগিতা নয়; এটি মালয়েশিয়ার অতীতকে শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতের প্রতীক গড়ে তোলার প্রয়াস।
মেরদেকা ১১৮ প্রিসিঙ্কট-এর কেন্দ্রবিন্দুতে এই ভবনকে ঘিরে গড়ে উঠছে স্টেডিয়াম মেরদেকা, আসন্ন ১১৮ মল, এবং বিভিন্ন কমিউনিটি উদ্যোগ। এসবই ওয়ারিসান কুয়ালালামপুর প্রকল্প-এর অংশ, যা নগর উন্নয়নে ঐতিহ্য ও আধুনিকতার সেতুবন্ধন রচনা করছে।
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ও সেরা নকশার ভবন হিসেবে মেরদেকা ১১৮-এর এই স্বীকৃতি মালয়েশিয়ার স্থাপত্য দক্ষতা, প্রকৌশল কৃতিত্ব এবং টেকসই নগর উন্নয়নের নেতৃত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
মেরদেকা ১১৮ আজ কেবল একটি ভবন নয়, এটি এক স্বাধীন জাতির স্বপ্ন, ঐতিহ্য ও সম্ভাবনার প্রতীক।