Logo
Logo
×

আন্তর্জাতিক

সবচেয়ে বেশি স্বর্ণ ব্যবহার করে যে পাঁচ দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৩:০০ এএম

সবচেয়ে বেশি স্বর্ণ ব্যবহার করে যে পাঁচ দেশ

মানবসভ্যতার ইতিহাসে স্বর্ণ এক অনন্য সম্পদ। কখনও মুদ্রা, কখনও সম্পদ ও মর্যাদার প্রতীক, আবার কখনও অলংকার হিসেবে এর ব্যবহার যুগ যুগ ধরে চলছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ২০২৫ সালের প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ ব্যবহারকারী পাঁচটি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। 

তালিকায় রয়েছে যেসব দেশ-

১. চীন

প্রতি বছর প্রায় ৬৩০.২ মেট্রিক টন স্বর্ণ ব্যবহার করে চীন, যা বিশ্বে সর্বাধিক। দেশটিতে অলংকার ছাড়াও স্বর্ণ ব্যবহৃত হয় ইলেকট্রনিকস, শিল্পখাত ও বিনিয়োগে। ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়েই স্বর্ণকে নিরাপদ সম্পদ হিসেবে দেখে থাকে।

২. ভারত

ভারতের বার্ষিক স্বর্ণ ব্যবহারের পরিমাণ প্রায় ৫৭৫.৮ মেট্রিক টন। বিয়েসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে স্বর্ণের ব্যবহার দেশটিতে সংস্কৃতির অংশ। দেশের বেশিরভাগ মানুষ স্বর্ণকে বিশ্বস্ত সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যম হিসেবে দেখে।

৩. যুক্তরাষ্ট্র

প্রায় ১৩৬.৯ মেট্রিক টন স্বর্ণ ব্যবহার করে যুক্তরাষ্ট্র। এর একটি বড় অংশ যায় প্রযুক্তি, অলংকার এবং বিনিয়োগ খাতে। স্বর্ণের পরিবাহিতা ও ক্ষয়-প্রতিরোধ ক্ষমতার কারণে এটি ইলেকট্রনিক যন্ত্রে অপরিহার্য।

৪. জার্মানি

জার্মানির বার্ষিক স্বর্ণ ব্যবহারের পরিমাণ ৪২.২ মেট্রিক টন। দেশটিতে স্বর্ণের বড় অংশ ব্যবহৃত হয় ইলেকট্রনিকস ও চিকিৎসা প্রযুক্তিতে। যদিও অলংকার ও বিনিয়োগেও ভূমিকা রাখে, তবুও দেশটি স্বর্ণের উচ্চ-প্রযুক্তি ব্যবহারে এগিয়ে।

৫. থাইল্যান্ড

তালিকার পঞ্চম স্থানে রয়েছে থাইল্যান্ড, যেখানে বছরে প্রায় ৩৯.৭ মেট্রিক টন স্বর্ণ ব্যবহৃত হয়। থাই সমাজে স্বর্ণ সংস্কৃতি, মর্যাদা ও আর্থিক সঞ্চয়ের প্রতীক। দেশজুড়ে ‘বাথ’ মাপ অনুযায়ী দামের স্বর্ণদোকানগুলো এই ঐতিহ্যের সাক্ষী।

স্বর্ণ শুধু অর্থনৈতিক সম্পদ নয়—এটি এখনো বিশ্বের বহু সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা মানব সভ্যতার ঐতিহ্যের প্রতীক।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার